পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । &为 বর্তমান পদ্মার স্বষ্টি হইয়াছে, এবং গঙ্গার প্রবাহ ভাগীরথী হইতে ক্রমে পূৰ্ব্ব মুখে বর্তমান পদ্মাপর্য্যন্ত বিস্তৃত হইয়াছে। এই গঙ্গা বা ভাগীরথী পূৰ্ব্বকালে কতদূর পর্য্যন্ত বিস্তৃত ছিল, তাহা আলোচনার প্রয়োজন /কেহ কেহ বলিয়া থাকেন যে, এক্ষণে যে স্থানে মুর্শিদাবাদ প্রদেশ অবস্থিত, রামায়ণের সময় সেই পৰ্য্যন্ত অথবা মবদ্বীপ পর্য্যস্ত গঙ্গী ৰ ভাগীরথী প্রবাহিত হইয়া সমুদ্রগর্ভে পতিত হইয়াছিল।* আমাদের বিবেচনায় রামায়ণের সময় নবদ্বীপ পর্য্যন্তই সমুদ্রগর্ভ থাকার সম্ভব, কারণ গঙ্গার ভাগীরথীনাম কেবল বর্তমান ভাগীরথী নদী ও তাহার সংলগ্ন গঙ্গার কতকাংশ দ্বারা বুঝা গিয়া থাকে। সুতরাং রামায়ণের সময় হইতে গঙ্গার ভাগীরথী নাম হইতে আরন্ধ হওয়ায়, ও বর্তমান ভাগীরথী নদীর কেবল উক্ত নাম থাকায় রামায়ণের সময়ে যে তাহার কতকাংশ বিদ্যমান ছিল, এরূপ অনুমান করা নিতান্ত অসঙ্গত নহে , বিশেষতঃ ভগীরথকর্তৃক আনীত গঙ্গা যে স্থানে সমুদ্রে পতিত হইয়া ভগীরথের পুৰ্ব্বপুরুষ সগরসন্তানগণের উদ্ধার সাধন করিয়াছিলেন, তাহারই নিকটে ভগীরথের নামানুসারে তাহার ভাগীরথী নাম প্রসিদ্ধ থাকা সম্ভব । এই জন্ত বর্তমান ভাগীরথী নদীর কতকাংশ যে, সে সময়ে বিদ্যমান ছিল, এরূপ অনুমান করা যাইতে পারে। মহাভারতের সময়ে নিমবঙ্গের যে স্থান সমুদ্রগর্ভস্থ ছিল, তথায় দ্বীপস্থজন আরন্ধ হইয়া, সমুদ্রকে শত শত নদীর

  • Babu Nabinchandra Das in his “A Note on the An

cient Geography of Asia, compiled from Walmiki Ramayama.” pp 20—21, .