পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । ❖ጫ বহুপূৰ্ব্ব হইতে যে বিদ্যমান ছিল, সে বিষয়ে সন্দেহ নাই ॥ সেনবংশের সময়ে তাহা একটা প্রসিদ্ধ বিভাগ হইয়া উঠে, এবং অদ্যাবধি ভাগীরথীর পশ্চিম তীরস্থ সমগ্র ভূভাগই রাঢ় নামে অভিহিত হইয়া থাকে। ভাগীরথীর পূর্ব তীরস্থ ভূভাগ অদ্যাপি বাগড়ি নামে প্রসিদ্ধ, সুতরাং মুর্শিদাবাদের পশ্চিমাংশ উত্তর রাঢ়ের ও পূৰ্ব্বাংশ উপবঙ্গ বা বাগড়ির অন্তর্গত। মুসন্মানবিজয়ের পর মুর্শিদাবাদ গৌড়ের পাঠান নরপতিগণের অধীনে ছিল । কিন্তু সে সময়ে বঙ্গরাজ্য কিরূপভাবে বিভক্ত হইয়াছিল, তাহার বিশেষ কোন প্রমাণ পাওয়া যায় না । মোগলকেশরী আকবর বাদসাহের রাজত্বসময়ে বঙ্গবিজয়ের পর তোড়রমল সুব বাঙ্গলাকে ১৯ সরকার ও ৬৮২ পরগণায় বিভক্ত করেন। তন্মধ্যে মুর্শিদাবাদের কতকাংশ সরকার উদম্বর বা টাড়ার ও কতকাংশ সরকার সেরিফাবাদের অধীন হয়। উক্ত সরকার উদম্বরের অন্তর্গত চুনাখালী পরগণায় মুর্শিদাবাদ নগর স্থাপিত হয়। সরকার সেরিফাবাদের অন্তর্গত ফতেসিংহ মুর্শিদাবাদের একটা প্রসিদ্ধ পরগণা। এই সরকার ও পরগণা বিভাগের সময়, ভাগীরথীকে প্রাকৃতিক সীমারূপে নির্দেশ করা হয় নাই, এই জন্ত তাহারা ভাগীরথীর পূর্ব ও পশ্চিম উভয় পারেই বিস্তৃত হয়। মুর্শিদকুলি খী বাঙ্গলা দেশকে যে ত্রয়োদশ চাকলায় বিভাগ করিয়া ছিলেন, তাহাতে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ চাকলার অন্তর্নিবিষ্ট হয়। কোম্পানীর রাজত্বারম্ভেও মুর্শিদাবাদ একটা স্বতন্ত্র প্রদেশ ছিল। বর্তমান সময়ে মুর্শিদাবাদ একটা জেলারূপে অবস্থিত। ১৮৭৫ খৃষ্টাব্দ পর্য্যস্ত মুর্শিদাবাদ জেলা রাজসাহী বিভাগের অন্তর্গত ছিল, এক্ষণে প্রেসিডেন্সি বিভাগের অন্তভূত।