পাতা:মুর্শিদাবাদের ইতিহাস-প্রথম খণ্ড.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४४ মুর্শিদাবাদের ইতিহাস । মুর্শিদাবাদের প্রাচীন অবস্থাননির্ণয়ে আমরা দেখাইয়াছি যে, ভাগীরথীর পশ্চিমতীরস্থিত প্রদেশই মুর্শিদাবাদের ৯৯৯৯, মধ্যে সৰ্ব্বাপেক্ষা পুরাতন। পূৰ্ব্ব পারের কতকাংশ বিদ্যমান থাকিলেও ভাগীরধী পশ্চিম হইতে পুৰ্ব্ব দিকে সরিয়া যাওয়ায় তাহার সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়াছে, এই জন্ত মুর্শিদাবাদের পুৰ্ব্ব তীরে তাহার কোনও প্রাচীন চিহ্ন বিদ্যমান নাই, কেবল ভাগীরথীর পশ্চিম তীরেই তাহার প্রাচীন চিহ্নের প্রমাণ পাওয়া য়ায়। তাগীরথীর পশ্চিমতীরস্থ মুর্শিদাবাদ প্রদেশের মধ্যে কিরীটেশ্বরী একটী পুরাতন স্থান। ইহার প্রকৃত নাম কিরীটকণা (* কিরীটকশার অধিষ্ঠাত্রী দেবতা সাধারণতঃ কিরীটেশ্বরী নামে অভিহিত হন বলিয় তাহারও সাধারণ নাম কিরীটেশ্বরী হইরা উঠিয়াছে। এই কিরীটেশ্বরী বর্তমান মুর্শিদাবাদ নগরের পরপরিস্থিত ডাহীপাড়া গ্রাম হইতে প্রায় সাৰ্দ্ধক্রোশ পশ্চিমে অবস্থিত। পৌরাণিক ও তান্ত্রিক মতে কিরীটেশ্বরী বহু প্রাচীন কাল হইতে বিদ্যমান আছে বলিরা উল্লিখিত হয়। দক্ষযজ্ঞে সতী প্রাণ পরিত্যাগ করিলে ভগবান বিষ্ণু তাহার অঙ্গ প্রত্যঙ্গাদি খও বিখও করিয়া নিক্ষেপ করিয়াছিলেন, যে যে স্থানে তাহাঁদের পতন হইয়াছিল, সেই সেই স্থান মহাপীঠ নামে চিরপূজিত হইয়া আসিতেছে। তান্ত্রিক মতে ৫১ স্থান উক্ত মহাপীঠ বলিয়া প্রসিদ্ধ, কিীটকণাও তাঁহাদের অন্ততম বলিয়া উল্লিখিত হয় । তন্ত্রচুড়ামণির মতে দেবীর কিীটপাত হওয়ায় কিৰীটকণ মহাপীঠরূপে পূজিত হইয়া আসিতেছে। : • রিয়াজুল মালতীন গ্রন্থে ও রেনেলের কালীমবাজার-দ্বীপের মানচিত্রে DEB BBD BBB BBS BBB BB BD DDB S S S S S