আর একজন বলিয়াছেন যে, “কোন নিরপেক্ষ ইংরেজ ৯ই ফেব্রুয়ারী হইতে ২৩শে জুন পর্যন্ত সমস্ত ঘটনাবলীর বিচার করিতে বসিয়া, একথা অস্বীকার করিবেন না যে, ক্লাইবের নাম অপেক্ষা সিরাজউদ্দৌলার নাম অধিকতর সম্মানীয়। সেই বিয়োগান্ত নাটকের প্রধান অভিনেতাদিগের মধ্যে কেবল সিরাজই প্রতারণা করিতে চেষ্টা করেন নাই।”[১] ইহা ইংরেজ ঐতিহাসিকগণেরই মত। ফলতঃ ন্যায়ধর্ম বিসর্জন দিয়া, একমাত্র বিশ্বাসঘাতকতার সাহায্যে ইংরেজরা যে পলাশীতে জয়লাভ করিয়াছিলেন, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। উক্ত বিষয়ের আর অধিক আলোচনার প্রয়োজন নাই। আপাততঃ অষ্টাদশ শতাব্দীর পলাশীপ্রান্তরের কিরূপ পরিবর্তন ঘটিয়াছে, তাহার একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করিয়া আমরা প্রবন্ধের উপসংহার করিতেছি।
পূর্বে বলা হইয়াছে যে, অষ্টাদশ শতাব্দীর পলাশীপ্রান্তরের এক্ষণে অনেক পরিবর্তন ঘটিয়াছে। ভাগীরথীর গতিই এই পরিবর্তনের প্রধান কারণ। ভাগীরথী পশ্চিম দিক হইতে পূর্বদিকে সরিয়া আসায়, এইরূপ পরিবর্তন ঘটে। ভাগীরথীগর্ভস্থ পলাশীপ্রান্তরের কিয়দংশ পুনর্বার চররূপে পরিণত হইয়াছে। বর্ষাকালে তাহাও ভাগীরথী-সলিলরাশির অন্তনিবিষ্ট হইয়া থাকে। এই চরভূমির পূর্বে একটি প্রকাও বাঁধ বরাবর ভাগীরথীর পূর্ব তীর দিয়া মুর্শিদাবাদ অতিক্ৰমপূর্বক চলিয়া গিয়াছে। এই বাঁধদ্বারা ভাগীরথীর জলপ্লাবন রক্ষা করা হয়। বাঁধের পূর্বপার্শ্বেই পলাশীপ্রান্তর। অষ্টাদশ শতাব্দীর প্রান্তর বাঁধের পশ্চিম পার্শ্বেও ছিল। পলাশীযুদ্ধের সময় যে দুইটি বৃহৎ বাক ছিল, এক্ষণে তাহাদের আকারও ভিন্নরূপ হইয়াছে। অশ্বখুরাকৃতি প্রশস্ত বাকটিকে ১৭৮৭ খ্রীঃ অব্দে টমাস লায়ন সাহেব কাটিয়া দেন।[২] বাকের দুই মুখ এক হওয়ায় বাকটিকে এক্ষণে একটি বিলে পরিণত করিয়াছে। তৎকালে বাকবেষ্টিত প্রশস্ত উপদ্বীপটিতে যে-সমস্ত গ্রাম ভাগীরথীর পূর্বতীরে ছিল, এক্ষণে তাঁহারা পশ্চিমতীরবর্তী হইয়াছে। বিধুপাড়া নামে একখানি গ্রামের ঐরূপ পরিবর্তন ঘটিয়াছে। প্রশস্ত বাকটির একেবারে অন্তর্ধান ঘটায়, তাহার দক্ষিণ-পূর্বদিকের বাঁকেরও
- ↑ "Nay more, no unbiased English man, sitting in judgment on the events which passed in the interval between the 9th February and the 23rd June, can deny that the name of Siraju'd daulah stands higher in the scale of honour than does the name of Clive. He was the only one of the principal actors in that tragic drama who did not attempt to deceive!” (Malleson's Decisive Battles of India. p. 76)
- ↑ Proceedings of the Board of Revenue.