জানুয়ারি মাসে) বৃহস্পতিবার তিনি কুষ্ঠরোগে ৭৪ বৎসর বয়সে পরলোকগত হন। তাহার মৃত্যুর পূর্বে নন্দকুমার কিরীটেশ্বরীর চরণামৃত আনাইয়া তাঁহার মুখে প্রদান করাইয়াছিলেন এবং তাহার তাহাই শেষ জলপান।[১]
মীরজাফরের সমাধির পশ্চিমে তাহার অন্যতম জামাতা ইসমাইল খাঁর সমাধি; তাহার পশ্চিমে মীরজাফরবংশীয় দ্বিতীয় নবাব নজমউদ্দৌল৷ শায়িত। মীরজাফরের মৃত্যুর পর নজমউদ্দৌলা নিজামতী প্রাপ্ত হন। মীরজাফর জীবিত থাকিতেই তাহার জ্যেষ্ঠপুত্র মীরণের মৃত্যু হইয়াছিল; কলিকাতা কাউন্সিলের সভ্যের মীরণের পুত্রগণের আবেদন না শুনিয়া, নজমউদ্দৌলাকেই মসনদ প্রদান করেন। নজমউদ্দৌলা। মীরজাফরের জীবিত পুত্রগণের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন এবং মুসলমান ব্যবহারশাস্ত্রানুসারে তিনিই মীরজাফরের প্রকৃত উত্তরাধিকারী। কারণ, মুসলমান নিয়মানুসারে পিতামহ বর্তমানে পিতার মৃত্যু হইলে এবং পিতৃব্য জীবিত থাকিলে, পৌত্রেরা পিতামহের উত্তরাধিকারী হইতে পারেন না। নজমউদ্দৌলা স্বীয় জননী মণিবেগম-কর্তৃক মীরফুলুরী। নামে অভিহিত হইতেন। নজমউদ্দৌলা যে-সময়ে গর্ভমধ্যে ছিলেন, সে সময়ে তদীয় মাতা মণিবেগমের ফুলুরী খাইবার ইচ্ছা হওয়ায়, ফুলুরীর দ্বারা সময়ে সময়ে তাহার দোহক্রিয়া সম্পন্ন হইত; এইজন্য নজমউদ্দৌলা ভূমিষ্ঠ হইলে, মাতা তাহাকে মীরফুলুরী আখ্যা প্রদান করেন।[২] নজমউদ্দৌলা নিজামতী পাইয়া নন্দকুমারকে দেওয়ান করিবার জন্য প্রার্থনা করিয়াছিলেন। কিন্তু কলিকাতা কাউন্সিলের সভ্যেরা। নন্দকুমারের প্রতি ঘোরতর অসন্তুষ্ট থাকায়, তাহার আবেদন অগ্রাহ্য করেন। এবং মহম্মদ রেজা খাঁকে নায়েব সুবা নিযুক্ত করিয়া, রায়দুর্লভ ও জগৎশেঠ প্রভৃতির পরামর্শে তাহাকে কার্য করিতে অনুরোধ করিয়াছিলেন। নজমউদ্দৌলার সময়ই ১৭৬৫ খ্রীঃ অব্দের ১২ই আগস্ট তারিখে ক্লাইব বাদশাহ শাহ আলমের নিকট হইতে কোম্পানীর জন্য দেওয়ানী গ্রহণ করেন। সেই সময়ে নবাব নাজিমের জন্য ৫৩,৮৬,১৩১llo বাৎসরিক বৃত্তি নিদিষ্ট হয়। তন্মধ্যে ১৭,৭৮,৮৫৪/o নবাবের নিজ ব্যয় ও অবশিষ্ট সৈন্য ও বরকন্দাজ প্রভৃতির জন্য নির্দেশ করিয়া দেওয়া হইয়াছিল। ক্লাইব নজমউদ্দৌলার সহিত মোতিঝিলে কোম্পানীর প্রথম পুণ্যাহ করিয়াছিলের। ইহার | কিছুদিন পরেই হিজরী ১১৭৯ অব্দের ২৪শে জেদ (১৭৫৬ খ্রীঃ অব্দের ৮ই মে) নজমউদ্দৌলা উদরমধ্যে ভয়ানক যন্ত্রণা অনুভব করিয়া প্রাণ পরিত্যাগ করেন।
নজমউদ্দৌলার পরে উক্ত বংশীয় তৃতীয় নবাব নাজিম সৈফউদ্দৌলা বা মীর কানাইয়ার সমাধি। সৈফউদ্দৌলা নজমউদ্দৌলার সহোদর ভ্রাত৷ এবং মীরজাফর ও মণিবেগমের পুত্র। সৈফউদ্দৌলার সময় নিজামত বৃত্তি ৪১, ৮৬, ১৩১ টাকায় নির্দিষ্ট হয়। সৈফউদ্দৌলার সহিত উপবিষ্ট হইয়া গবর্নর ভেলেন্ট মতিঝিলে পুণ্যাহক্রিয়া