পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মহারাজ নন্দকুমার
২৩১


নন্দকুমারের সাহায্য লইয়াছিলেন এমন নহে, ডিরেক্টরগণ তাঁহাকে আদেশ দিয়াছিলেন যে, যদি আবশ্যক হয়, তাহা হইলে তিনি নন্দকুমারেরও সাহায্য লইতে পারেন। বলা বাহুল্য, এই ডিরেক্টরগণের নিকট নন্দকুমারের শত্রুপক্ষীয়েরা তাহার নামে নানাপ্রকার কুৎসা রটনা করিয়া, তাহাদিগকেও অনেক পরিমাণে নন্দকুমারের প্রতি অসন্তুষ্ট করিয়া তুলেন। কিন্তু তাহারাও অনেক দিন হইতে নন্দকুমারের কার্যদক্ষতা বিশেষরূপে অবগত ছিলেন; কাজেই হেস্টিংসকে তাহার সাহায্যগ্রহণের জন্য আদেশ লিখিয়া পাঠাইলেন।

 মহম্মদ রেজা খাঁর বিরুদ্ধে নন্দকুমারকে নিযুক্ত করিবার আর একটি কারণ ছিল বলিয়া- হেস্টিংস প্রকাশ করিয়াছিলেন। আমরা পূর্বে বলিয়াছি যে, রেজা খা ঁমুসলমানসমাজের যেরূপ নেতা, নন্দকুমারও হিন্দুসমাজের সেইরূপ নেতা ছিলেন। উভয়েই ক্ষমতাবৃদ্ধির জন্য পরস্পরের প্রতিদ্বন্দ্বী হইয় উঠেন। হেস্টিংস উভয়কেই মনে মনে ভয় করিতেন। এইজন্য তিনি “কন্টকেনেব কণ্টকং” নীতি অনুসরণে নন্দকুমারের দ্বারা রেজা খাঁর অধঃপতন ঘটাইতে ইচ্ছা করেন। এ কথা তিনি নিজেই প্রকাশ করিয়া গিয়াছেন।২৮ অবশ্য ইহাতে হেস্টিংসের কূটবুদ্ধির প্রশংসা করা যাইতে পারে বটে, কিন্তু তাহার প্রবৃত্তিও কিরূপ ছিল, ইহা হইতে তাহাও বুঝা যায়। নন্দকুমার রেজা খাঁর বিচারের জন্য যথেষ্ট যত্ন করিলেন। কিন্তু রেজা খা ঁএদিকে তলে তলে হেস্টিংসসাহেবকে বশীভূত করিয়া ফেলিলেন। যাহার নিকট হইতে হেস্টিংস অর্থের প্রলোভন পাইতেন, সে সহস্র দোষী হইলেও, তিনি অমানবদনে তাহাকে অব্যাহতি দিতেন। প্রায় দুই বৎসর বিচারের পর রেজা খা ঁনিস্কৃতি লাভ করিলেন।

 রেজা খাঁর বিচারের প্রথমে হেস্টিংস নন্দকুমারের উপর সন্তুষ্ট ছিলেন; এমন কি, তাঁহার সমস্ত অনুরোধ রক্ষা করিতে চেষ্টা করিয়াছিলেন। এস্থলে দুই একটির উল্লেখ করা যাইতেছে। হেস্টিংস গবর্নর হইয়া আসিলে নবাব মোবারক উদ্দৌলার অভিভাবক ও দেওয়ান নিযুক্ত করিবার ভার তাহার প্রতি অপিত হয়। তিনি মণিবেগমের নিকট হইতে অনেক টাকা উৎকোচ গ্রহণ করিয়া, মোবারক উদ্দৌলার স্বীয় জননীর দাবী অগ্রাহা করিয়া, বিমাতা মণিবেগমকেই অভিভাবক ও নন্দকুমারের পুত্র গুরুদাসকে দেওয়ান নিযুক্ত করেন। কিন্তু সে নিয়োগ যে কেবল নন্দকুমারের অনুরোধেই হইয়াছিল, এমন নহে; তজ্জন্য নন্দকুমারের নিকট হইতে তিনি যথেষ্ট নজরও আদায় করিয়াছিলেন। আমরা যথাস্থানে তাহার উল্লেখ করিব। গুরুদাসের

- - - - - - - - - -

 ২৮ “There is no doubt that Nund Kumar is capable of affording me great service by information and advice, and it is on his abilities and on the activity of his ambition and hatred to Reza Khan I depend for investing his conduct.”