তিনি নিষেধ করিয়া পদব্রজেই অগ্রসর হইলেন। মঞ্চের সোপানের নিকট আসিয়া উপস্থিত হইলে, র্তাহার হস্তদ্বয় একখানি রুমাল দিয়া আবদ্ধ করা হইল। পরে তাহার মুখ আচ্ছাদন করার আবশ্যক হইলে, তিনি আমাদিগকে তাহা করিতে নিষেধ করিলেন। আমি একজন রাহ্মণ সিপাহীকে আদেশ করিলে, মহারাজ র্তাহার একটি ভৃত্যকে আদেশ দিলেন। ভূতাটি তখন র্তাহার পদতলে লুষ্ঠিত হইয়া কাদিতেছিল। মহারাজ ঋজুভাবে দণ্ডায়মান হইয়া মঞ্চোপরি উঠিলেন। আমি তাহার প্রশান্ত বদনে কোনরূপ ভাব-বিকৃতি দেখিলাম না। পরে আমি নিজে স্থির থাকিতে না পারিয়া, স্বীয় শিবিকামধ্যে পলায়ন করিলাম। শিবিকায় বসিতে বসিতে মঞ্চাপসারণের শব্দ শুনিলাম। কিছুক্ষণ পরে শাস্ত হইলে, দেখিলাম, মহারাজের হস্তদ্বয় যেরূপভাবে প্রথমে বদ্ধ ছিল, সেইরূপ ভাবেই অবস্থিত আছে এবং তাহার বদনমণ্ডলে কোনরূপ বিকৃতির চিহ্ন নাই। ফলতঃ এই শোচনীয় ব্যাপারে মহারাজ নন্দকুমার যেরূপ শান্তভাব ও দৃঢ়তা দেখাইয়াছিলেন, এরূপ স্থিরচিত্ততার উদাহরণ আমি কখনও শুনি নাই বা পাঠ করি নাই॥৩৮ অবশেষে সেই ব্রাহ্মণত্রয় তাহার মৃতদেহ ভস্মীভূত করিবার জন্য বহন করিয়া লইয়া যায়।”
এই হৃদয়-বিদারক দৃশ্যে সমস্ত দর্শকমণ্ডলীর মধ্য হইতে এক মর্মস্পশাঁ কাতরধ্বনি উঠিয়া আকাশ বিদীর্ণ করিবার উপক্ৰম করিল। অনেকে সেই দৃশ্য দেখিতে অশক্ত হইয়া পলায়ন করিল, কেহ কেহ বসন দ্বারা বদন আচ্ছাদন করিয়া ফেলিল এবং কেহ কেহ এই পাপদৃশ্য দেখিবার জন্য প্রায়শ্চিত্তস্বরূপ পবিত্র-সলিলা ভাগীরথীজলে পতিত হইল॥৩৯ সমস্ত কলিকাতায় মহান্দোলন পড়িয়া গেল, অনেকে কলিকাত৷
৩৮ “In a word, his steadiness, composure, and resolution throughout the whole of this melancholy transaction were equal to any examples of fortitude, I have ever read or heard of.” (Echoes from Old Calcutta).
৩৯ “While this tragedy was acting, the surrounding multitude were agitated with grief, fear, and suspense. With a kind of superstitious incredulity, they could not believe that it was really intended to put the Rajah to death; but when they saw him tied up, and the scaffold drop from under him, they set up an universal yell, and with the most piercing cries of horror and dismay betook themselves to flight, running many of them as far as the Ganges, and plunging into the water, as if to hide themselves from such tyranny as they had witnessed, or to wash away the pollution contracted from viewing such a spectacle.” (Sir Elliot Gilbert's Speech)
“All the natives present amounting to many thousands, dispersed as by common signal, the moment he was turned off, with unusual