রাজস্ব প্রদান করিতে হইত, তাহারা তদপেক্ষা অনেক অধিক গুণ লাভ করিতেন; সুতরাং উনবিংশ পরগণা হইতে কাস্তবায়ুর কিরূপ আয় হইত, তাহ৷ সকলে অনুমান করিতে পারেন। যদি বাস্তবিক এই সমস্ত জমিদারী কান্তবাবুর কেবল নিজেরই হইতে এবং তিনি স্বীয় লালসাকে ক্রমে ক্লমে প্রসারিত করিতে পারিতেন, তাহা হইলে যে, কালে অর্ধবঙ্গের একাধিপত্য লাভ করিতে সমর্থ হইতেন, তাহা কিয়ৎপরিমাণে বিশ্বাস করা যাইতে পারে। কিন্তু এই সমস্ত জমিদারীগ্রহণের মধ্যে কিছু গুপ্ত রহস্য ছিল বলিয়া বোধ হয় এবং বাধ্য হইয়া পরিণামে তাঁহার এ লালসা দিন দিন সঙ্কুচিত করিতেও হইয়াছিল।
পূর্বে উল্লিখিত হইয়াছে যে, কাউন্সিলের তিন জন সদস্য হেস্টিংসসাহেবের বিপক্ষ ছিলেন। তাহারা প্রথমতঃ এ বিষয়ে যথাসাধ্য বাধা প্রদান করিতে লাগিলেন। যখন হেস্টিংস সমস্ত বিধিব্যবস্থা পদদলিত করিয়া, যথেচ্ছাচারিতা অবলম্বনপূর্বক নিজের প্রিয়পাত্রগণের উদরপূরণের জন্য অনেকের মুখের গ্রাস কাড়িয়া লইতে আরম্ভ করিলেন এবং সঙ্গে সঙ্গে কোম্পানীর যথেষ্ট ক্ষতি করিতে লাগিলেন, তখন সদস্যগণ ডিরেক্টরদিগকে এ বিষয়ের আনুপূবিক বিবরণ লিখিয়া পঠাইলেন। অম্পদিনের মধ্যে হেস্টিংসের অত্যাচার, অবিচার ও কোম্পানীর ক্ষতিকর কার্যের কথা ইংলণ্ডে আন্দোলিত হইতে লাগিল। সকলে অবগত হইলেন যে, হেস্টিংস আপনার কতিপয় প্রিয়পাত্রের জন্য সমস্ত বিধিব্যবস্থা লঙ্ঘন করিয়াছেন এবং স্বয়ং সর্বেসর্বা হইয়া, যাহা ইচ্ছা তাহাই করিতে প্রবৃত্ত হইয়াছেন। দেশের শাসনকর্তার এরূপ যথেচ্ছাচারিতা সর্বতোভাবে দমন করা আবশ্যক; তজ্জন্য তাহার প্রতিবিধানের চেষ্টা হইতে লাগিল।
হেস্টিংসের এই সমস্ত অপকার্যের কথা ডিরেক্টরগণের কর্ণগোচর হইলে, তাঁহারা বুঝিতে পারিলেন যে, হেস্টিংসের যথেচ্ছচারিতায় বাস্তবিকই কোম্পানীর যথেষ্ট ক্ষতি হইতেছে। তখন তাঁহারা হেস্টিংসসাহেবের কৈফিয়ৎ চাহিয়া পাঠান। হেস্টিংস ১৭৭৫ খ্রীঃ অব্দের মার্চ মাসে তাঁহাদিগকে লিখিয়া পাঠাইলেন যে, কাস্তবাবু অনেক জমিদারী তাহার অজ্ঞাতসারে এবং প্রায় সমস্তই তাহার উপদেশের বিরুদ্ধে লইয়াছেন; ইহাতে কোন প্রকার জুলুম বা কর্তৃত্ব প্রকাশ করা, তাহার অধিকারবিরুদ্ধ। এ দেশের অন্যান্য লোকেরা যে স্বাধীনতাটুকু ভোগ করিতেছে, কাস্তবাবু তাহার কর্মচারী বলিয়া হেস্টিংস তাহাকে তাহা হইতে বিরত করিতে পারেন না। কাস্তবাবু যে সকল জমিদারী ইস্তাফা দিয়াছেন, তাহ হেস্টিংসের অনুমতিক্রমেই। কারণ সে সকলের পরিচালনা করিতে হয়ত, কান্তবাবুকে ক্ষমতার অতিরিক্ত কার্য করিতে হইবে এবং ভবিষ্যতে তজ্জন্য যে সকল গোলযোগ হইবে, তৎসমুদায়ের বিচার তাহার নিকট উপস্থিত হওয়া তিনি ভালবাসেন না।২৩ হেস্টিংসসাহেবের এই সকল কথা যে
২৩ “Many of his Fans were taken without my knowledge, and almost all against my advice. I had no right to use compulsion or