পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
গঙ্গাগোবিন্দ সিংহ
৩১৫

 এইরূপে দেওয়ানী বিচারের বন্দোবস্ত হইলে, ফৌজদারী বিচারের বন্দোবস্ত আরম্ভ হইল। প্রত্যেক জেলায় এক একটি ফৌজদারী আদালত স্থাপিত হইয়া, একজন কাজীকে তাহার প্রধানপদে নিযুক্ত করা হয়। একজন মুফতি ও দুই জন মৌলবী কাজীর সাহায্যের জন্য নিযুক্ত হন এবং ইংরেজ কালেক্টরগণ তাহার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন। মুর্শিদাবাদে একটি সদর-নিজামত আদালত প্রতিষ্ঠিত হইল; তাহার প্রধানপদে একজন দারোগা নিযুক্ত হইলেন এবং একজন কাজী, একজন মুফতি ও তিন জন মৌলবী তাহার সাহায্যার্থ নিযুক্ত হইলেন। ইহাদের নিয়োগ ও তত্ত্বাবধানের ভার নাজিমের উপরই ন্যস্ত হইল। যদিও কোম্পানী রাজস্ব ও শাসন উভয়ের ভার গ্রহণ করিলেন বটে, তথাপি একেবারে নাজিমকে সমস্ত বিষয় হইতে বিদূরিত করিতে ইচ্ছা না করিয়া, তাহাকে ফৌজদারী বিচারবিভাগের কর্তা করিয়া রাখিলেন। কিন্তু এই সকল বন্দোবস্তের ভার কোম্পানী নিজেই গ্রহণ করিয়াছিলেন। ক্রমে ক্রমে নাজিমের হস্ত হইতে তাহাও বিচ্যুত হইয়া রাজস্ব ও বিচার উভয়েই কোম্পানীর সম্পূর্ণ অধীনে আইসে।

 হেস্টিংসের এই নিয়ম যে দেশের কিয়ৎ-পরিমাণে উপকার করিয়াছিল, তাহাতে সন্দেহ নাই। বিশেষতঃ তিনি প্রত্যেক বিচারালয়ে হিন্দু ও মুসলমান আইন প্রচলিত রাখায়, মফঃস্বলের লোকদিগের বিশেষরূপে উপকার হয়। ইহার পর কলিকাতায় সুপ্রীমকোর্ট স্থাপিত হইয়া, ইংরেজী আইনে কলিকাতার অধিবাসীদিগকে যেরূপ জ্বালাতন করিয়াছিল, তাহাতে হেস্টিংসের দেশীয় আইন প্রচলন করা সম্বন্ধে প্রশংসা না করিয়া থাকা যায় না। কিন্তু দুঃখের বিষয় এই যে, রাজস্ববন্দোবস্তে তিনি নিজের লালসা মিটাইবার জন্য দেশের সর্বনাশ করিয়া গিয়াছেন। এইরূপে হেস্টিংস নূতন বন্দোবস্ত করিয়া দেশশাসনে প্রবৃত্ত হইলেন। পূর্বে উক্ত হইয়াছে যে, পাটনা ও মুর্শিদাবাদ হইতে রাজস্ব-সমিতি উঠিয়া আসিয়া কলিকাতায় স্থাপিত হইল। এই সময়ে কিছু দিনের জন্য কাননগো বিভাগটি উঠাইয়া দেওয়া হয়।[] গঙ্গাগোবিন্দ পূর্ব হইতে কাননগো-বিভাগে কার্য করিতেন; কাজেই তাঁহার আর কোন কার্য না থাকায়, তিনি কলিকাতায় রাজস্ব-সমিতির অধীন হইয়া কার্য করিবার জন্য তথায় উপস্থিত হইলেন। আমরা পূর্বে বলিয়াছি যে, হেস্টিংসসাহেবের সহিত তাঁহার পূর্ব হইতে বিলক্ষণ পরিচয় ছিল; হেস্টিংস সেইজন্য এক্ষণে তাঁহার আশা পূর্ণ করিতে কৃতসঙ্কম্প হইলেন।

 গঙ্গাগোবিন্দ হেস্টিংসের শরণাপন্ন হইলে, তিনি তাঁহার খালসার রায়রায়ান এবং রাজস্ব-কমিটীর দেওয়ান রাজবল্লভের সহকারীরূপে ৭০০ টাকা বেতনে নিযুক্ত করিলেন। এই সময় হইতে গঙ্গাগোবিন্দ দিন দিন ভাগ্যলক্ষ্মীর অনুগ্রহভাজন হইতে থাকেন।

  1. Minutes of Evidence in H’s Trial, David Anderson's Evidence. p. 1226.