পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দেবীসিংহ
৩৩৯

নায়েব-দেওয়ান নিযুক্ত করিয়া, তাহাদের প্রতি রাজধ-আদায়ের যাবতীয় ভার প্রদান। করিলেন। মুর্শিদাবাদে মহম্মদ রেজা খা ঁও পাটনায় সেতাবরায় নায়েব-দেওয়ান নিযুক্ত হইয়া আপনাদিগের কার্যদক্ষতার পরিচয় দিতে লাগিলেন। মহম্মদ রেজা খাঁ। মুর্শিদাবাদে আপনার প্রধান স্থান স্থাপন করিয়া, বাঙ্গলার রাজস্ব-আদায়ের জন্য উপযুক্ত ব্যক্তি সকল অন্বেষণ করিতে লাগিলেন। কোম্পানীর কর্ম পাইব বলিয়া, দেশবিদেশের লোক তাহার নিকট আসিতে আরম্ভ করিল। দেবীসিংহও এই সুযোগে আপনার ক্ষতিজনক ব্যবসায় পরিত্যাগ করিয়া রেজা খাঁর কৃপাভিখারী হইবার ইচ্ছা করিলেন।

 দেবীসিংহ মহম্মদ রেজা খাঁকে বশীভূত করিবার জন্য নানাবিধ উপায় অবলম্বন করেন। কিন্তু রেজা খা ঁসহজে বশীভূত হইবার লোক ছিলেন না, দেবীসিংহও ছাড়িবার পাত্র নহেন। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে, রাজস্ববিভাগ হইতে যেরূপ অর্থোপার্জনের সম্ভব, অন্য কোন বিভাগে তাদৃশ সুবিধা নাই, এবং উক্ত বিভাগের কর্মচারিগণের যে সকল অমোঘ অন্ত্রের আবশ্যক, তাহার নিকট সে সমস্তেরও অভাব ছিল না। জাল, প্রবঞ্চনা, বিশ্বাসঘাতকতা প্রভৃতি মহাত্র আপনার সুতীক্ষ্ণ বুদ্ধিশাণে শাণিত করিয়া, তিনি সুযোগ বুঝিয়া অনায়াসে নিক্ষেপ করিতে পারিবেন। সুদূর পাণিপথ হইতে স্বর্ণপ্রসবিনী বঙ্গভূমির নাম শুনিয়া, তিনি মুর্শিদাবাদে আসিয়াছিলেন। যে কার্যের উদ্দেশে আগমন করেন, যদিও তাহাতে সফলকাম হইতে পারেন নাই, তথাপি বঙ্গদেশ পরিত্যাগ করিয়া যাইতে তাহার ইচ্ছা হইল না। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে, বঙ্গভূমি কামদুঘ; যে কোন উপায়ে হউক না কেন, দোহন করিতে পারিলেই লাভ। যদি এক উপায় নষ্ট হয়, অন্য উপায় অবলম্বন করিলে, নিশ্চয়ই কৃতকার্য হইবার সম্ভাবনা। রাজস্ববিভাগে নিযুক্ত হওয়া ব্যতীত অন্য কোন সহজ উপায়ে অল্পদিনের মধ্যে অগাধ সম্পত্তি করতলগত করা সুবিধাজনক নহে। তাই তাহার তাদৃশ কূটবুদ্ধির প্রবাহ প্রতিনিয়ত মহম্মদ রেজা খাঁকে বশীভূত করিবার জন্য নানাভাবে নানাপথে পরিচালিত হইতে লাগিল। তিনি সামান্য পদের প্রত্যাশী ছিলেন না; যে পদ প্রাপ্ত হইলে শীঘ্রই তাহার মনস্কামনা সিদ্ধ হয়, তিনি সেইরূপ পদপ্রাপ্তির ইচ্ছা করিতেছিলেন। সুতরাং একটু গুরুতরভাবে রেজা খাঁকে বাধ্য করিতে হইবে, ইহা তিনি স্পষ্টই বুঝিতে পারিলেন।

 ক্রমে ক্রমে সমস্ত সুযোগ আসিয়া উপস্থিত হইল। রেজা খা ঁনানা কারণে অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া পড়েন; তাহাকে ঋণভারপীড়িত হইয়া অনেক কষ্ট পাইতে হইয়াছিল। অর্থাভাবে সময়ে সময়ে তাহার চিত্ত অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিত, তজ্জন্য তাহাকে নানাপ্রকার লাঞ্ছনাও ভোগ করিতে হইয়াছিল। দেবীসিংহ এই সময়ে উত্তম সুযোগ বুবিয়া, ধীরে ধীরে জাল বিস্তার করিতে লাগিলেন। ব্যবসায়বাণিজ্য হইতে তিনি যাহা কিঞ্চিৎ উপার্জন করেন, কমে ক্রমে চাতুরী, প্রবঞ্চনা দ্বারা সেই অর্থ অনেক বিষয়ে নিয়োগ করিয়া তাহা হইতে অগাধ সম্পত্তির অধিপতি হন। যে ভীষণ