পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিয়ার প্রথম যুদ্ধের গ্রাম্য কবিতা

সহর হইতে বাহির হইল নবাব সহর করে খালি, দিনে দিনে সােনার বরণ হয়ে গেল কালী। মার লাগিল রে গিরিয়ার ময়দানে, বাঁকে বাঙ্গলার সুবা গিরিয়ার ময়দানে। (ধুয়া) পূর্বেতে করিল মানা নানা জাফর খাঁ, ভাল মন্দ হলে নবাব[১] সহর ছেড় না। নবাবের তাম্বু পড়িল ব্রাহ্মণের স্থলে, [২] আলিবর্দীর তাম্বু তখন পড়িল রাজমহলে। নবাবের তাম্বু যখন পড়িল দেয়ানসরাই, আলিবর্দীর তাম্বু তখন আইল ফরক্কায়। নবাবের তাম্বু আইল খামরা সরাইতে, আলিবর্দীর তাম্বু তখন সূতীর দরগাতে। নবাবের তাম্বু পড়িল গিরিয়ার মাঠেতে, আলিবর্দীর তাম্বু তখন পড়িল পিপিলাতে। গােয়াসখী বলিল তখন শুন নবাব তুমি, আলিবর্দীর শির এনে দিব আমি। শুন শুন ওরে গােয়াসখী তুমি পাঠানের জাতি, ময়দানে পড়িল যেন মার আর কাটি। শুন শুন ওরে গােয়াসখাঁ বলি যে তােমাকে, ভাই জান মিলিতে আসে লড়াই দিব কাকে। [৩] খােজাবসন দুই ভাই ইমানের পােয়, জলদী করে খবর নেই সূতীর দরগা গিয়া।

লাখ টাকার সিন্নি পেয়ে মর্তুজা দিল বর, 

তােমার মহিম ফতে হবে কাল সওয়া প্রহর।

  1. নবাব সরফরাজ খাঁ।
  2. বামনিয়া।
  3. আলিবর্দী চতুরতাপূর্বক সরফরাজকে লিখিয়াছিলেন, আমি আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইতেছি। এখানে তাহারই উল্লেখ হইয়াছে। | ৪ সুতীতে মতুজা নামে এক প্রসিদ্ধ ফকীরের সমাধি ছিল, তথাকার দরগা মুসলমানদিগের বিশেষ পূজ্য ছিল। মর্তুজার বিবরণ মুর্শিদাবাদের ইতিহাসের প্রথম খণ্ডে দ্রষ্টব্য।