পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিশিষ্ট
৩৯৫

তাদের ভাই দাসুকে বলে দে, কহিছে সুবেদার,
থানায় থানায় চাপরাশ, না যায় সমাচার।
কাণে খর্সান, মাথায় লেঙ্গটী ফেরে গিরিন্দি হয়ে,
মাছরাঙ্গা ধুমসো * * হাতীর মত নেড়ে।
সেই বেটার খবর দিল অমরপুরে যেয়ে।

শুনরে হাওয়ালদার,
শুনরে হাওয়ালদার, সুবেদার কাপ্তে নারাজ সাহেব বড়,
লিখেছে ইংরাজের খত সেটাম এনে ধর।
ধরে ডাকে ধরে তােবরায় ভরে দিলে বৃন্দাবনের পথে,
মথুরাতে কতক গোরা পাণ্ডব হয়ে আছে।
গােরার সব তলব হচ্ছে,
গােরার সব তলব হচ্ছে লড়াই দিতে আমবাজার গড়ে,
আণ্ডা গুর গুর কালা পল্টন দিপাং দিপাং করে।
শুনেছি অমর পালােয়ান,
শুনেছি অমর পালােয়ান গােরা ধরে খায়।
শুনি কল্পবান মারে টান করে খান খান,
সাড়ে সাত সের, মাথা আঠার সের কাণ।
বাপরে বাপ খায় ছেরাদ,
বাপরে বাপ খায় ছেরাদ, খায় জঙ্গির মাথা,
তাদের সঙ্গে লড়াই দিবার হয়ে গেল কথা।
কারুর ভাঙ্গল মাথা, দালান কোঠা কুচুর মুচুর করে,
একদমে চল্লো গিয়ে সর্বাঙ্গপুরের বনে।
বােলাও থানেদার,
বােলাও থানেদার চার পগার করে দৌড়াদৌড়ি,
কে পলায় কার গলি দিয়ে গাড়ি বলদ তার পান্তভাগে,
গাড়ােয়ান ভাগে বাঁশ আড়ির ভিতরে।
পেটো পলায় ঢাকি ফেলে ঝাড়ে রেখে কেদে,
মাথায় চন্দুর কি,
মাথায় চন্দুর কি বলবাে কি, লােকে ভাবে বসে,
রােজের পলু পাত পেলে না কোয়া হবে কিসে?
বিকোবে কি আমড়ার আঁটি,
সুধন মােল্লা পালিয়ে গেল দুয়ারে দিয়ে টাটি।
[১]


  1. এই কবিতাটি সম্পূর্ণ কিনা বলা যায় না, এবং ইহার স্থানে স্থানে অর্থবােধও হয় না।