পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
জগৎশেঠ
৪৯

বন্দোবস্ত হইয়াছিল, তদনুযায়ী রাজকোষের সমস্ত অর্থ তিনটি বিভিন্ন চাবির দ্বার রক্ষিত না হইয়া, দেখিতেছি কেবলই আপনাদের নিকটই জমা হইতেছে এবং আপনার প্রকারান্তরে অম্প রাজস্বে বাঙ্গালী রাজ্য ইজারা লইতে সম্মতি দিতেছেন। আমি আরও অবগত হইলাম যে, যে-সময়ে জমিদারদিগের নিকট সরকারের রাজস্ব পাওনা রহিয়াছে, সেই সময়ে আপনারা আপনাদিগের পূর্বপুরুষগণের প্রাপ্য অর্থের জন্য তাহাদিগকে পীড়াপীড়ি করিতেছেন। আপনাদের এরূপ ব্যবহার কদাচ সমর্থন করা যাইতেছে না। আপনারা এখনও পূর্বের ন্যায় ধনী আছেন, এইরূপ ধনতৃষ্ণার প্রবৃত্তিতে কেবল যে আপনাদের অসুবিধা হইতেছে এরূপ নহে, কিন্তু সাধারণের বলিয়া আপনাদের প্রতি আমার যে-বিশ্বাস আছে, সঙ্গে সঙ্গে তাহাও অস্তহিত יין

 যিনি সামান্য অর্থের জন্য হতভাগ্য আমীরচাঁদকেও উন্মত্ত করিয়া তুলিয়াছিলেন, তিনি যে ব্রিটিশ সাম্রাজ্যস্থাপনের প্রধান সহায় জগৎশেঠের পুত্রকে এরূপ ভাবে উত্তর প্রদান করিবেন, তাহাতে আর বৈচিত্র্য কি? ১৭৬৬ খ্রীঃ অব্দের এপ্রিল মাসে জগৎশেঠেরা আপনাদিগের প্রাপ্য ৫০ হইতে ৬০ লক্ষ টাকা কোম্পানীর নিকট চাহিয়া পাঠান। তন্মধ্যে ৩o লক্ষ টাকা জমিদারদিগকে ও ২১ লক্ষ মীরজাফর ও ইংরেজদিগের সৈন্যরক্ষার জন্য দেওয়া হয়। ১৪ই এপ্রিলে কাউন্সিলে স্থির হয় যে, জমিদারদিগের টাকার জন্য কেহ দায়ী নহেন। কিন্তু উক্ত ২১ লক্ষ টাকা কোম্পানী ও নবাব সমান ভাগে দিবেন, এবং ১০ বৎসরে তাহা ক্রমে ক্রমে পরিশোধ করা হইবে।

 নজম উদ্দৌলার পর সৈফ উদ্দৌলা, তাহার পর মোবারক উদ্দৌলা মুর্শিদাবাদের মসনদে বসিয়াছিলেন, তাঁহারাও জগৎশেঠ, দুর্লভরাম ও রেজা খার পরামর্শে সমস্ত কার্য নির্বাহ করিতে প্রতিশ্রুত হন। কমে শেঠদিগের অবস্থা আরও হীন হইতে আরম্ভ হইলে, ক্লাইব জগৎশেঠ খোশালচাঁদকে বাষিক ৩ লক্ষ টাকা বৃত্তি দিতে ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু খোশালচাঁদ তাহা লইতে অনিচ্ছুক হন। তিনি এইরূপ উত্তর দিয়াছিলেন যে, আমার মাসিক ব্যয় নূনকম্পে ১ লক্ষ টাকা, তিন লক্ষ টাকায় আমার কোনই উপকার হইবে না; সুতরাং তাহা লইবার প্রয়োজন নাই। ইহার পর ওয়ারেন হেস্টিংস গবর্নর জেনারেল-পদে প্রতিষ্ঠিত হইয়া, খালসা বা রাজস্ববিভাগ মুর্শিদাবাদ - হইতে স্থানান্তরিত করায়, জগৎশেঠদিগের আয়ের অত্যন্ত লাঘব হয়। দুর্ভাগ্য যখন খোশালচাঁদের জীবনের উপর কালিমাচ্ছায়া বিস্তার করিতে আরম্ভ করে, সেই সময়ে তিনি ওয়ারেন হেস্টিংসকে এইরূপ লিখিয়া পাঠান যে, তাহদের পূর্বপুরুষেরা বরাবরই খালসা বিভাগের তত্ত্বাবধান করিতেন, এক্ষেত্রে তাহদের সহিত উক্ত বিভাগের সম্বন্ধ বিচ্ছিন্ন হওয়ায়, তাহাদিগকে অনেক কষ্ট পাইতে হইতেছে। তাঁহার অনুরোধ এই যে, গবর্নর জেনারেল অনুগ্রহপূর্বক তাহাকে পুনর্বার খালসা বিভাগের তত্ত্বাবধানে নিযুক্ত করেন। হেস্টিংস তাহার উত্তরে এইরূপ লিখিয়াছিলেন যে, তিনি উত্তমরূপে