পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
জগৎশেঠ
৫১

অপুত্রকাবহার ও তজ্জন্য তাহার মনঃকষ্টের কথা শুনিয়া তাহাকে বৈষ্ণবমতে যাগযজ্ঞ করিবার পরামর্শ প্রদান করেন। তাহারই পরামর্শানুযায়ী ক্রিয়ায় হরকচাঁদের সন্তান লাভ হয়। এজন্য তিনি উক্ত সন্ন্যাসীর আদেশে জৈনধর্ম পরিত্যাগপূর্বক বৈষ্ণবধর্ম অবলম্বন করেন। তদবধি জগৎশেঠবংশীয়ের বঙ্গদেশে বৈষ্ণব বলিয়া পরিচিত ছিলেন। এক্ষণে আবার তাহার জৈন হইয়াছেন। হরকাদ বৈষ্ণবধর্মানুরাগের জন্য আপনার বাসভবনের সংলগ্ন একটি ঠাকুরবাটী নির্মাণ করিয়া তাহাতে গোবিন্দদেবজী নামক কৃষ্ণমূতির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অভ্যন্তরভাগ চীনমৃত্তিকানিমিত ইষ্টক-খচিত। গৃহতল মর্মপ্রস্তরমণ্ডিত। জগৎশেঠবংশীয়েরা বৈষ্ণবধর্ম গ্রহণ করিলেও তাহাদের আচার-ব্যবহার অনেক পরিমাণে জৈনদিগের ন্যায়ই ছিল এবং জৈনদিগের সহিতই তাহাদের আদান-প্রদানও হইত। জগৎশেঠবংশীয়েরা অদ্যাপি জৈনসমাজের অধিপতি-পদে প্রতিষ্ঠিত আছেন এবং সাধারণ জৈনগণ তাহাদের সহিত আদান-প্রদানে আপনাদিগকে গৌরবান্বিত মনে করিয়া থাকেন। ওয়ারেন হেস্টিংস হরকদিকে যে অনুগ্রহ দেখাইবেন বলিয়া ব্যক্ত করিয়াছিলেন, লর্ড কর্নওয়ালিস্ তাহা অবগত হইয়া হরকাদের উপকার করিতে প্রতিশ্রুত হন। কিন্তু দুঃখের বিষয়, হরকাদেরও সহসা মৃত্যু হওয়ায়, কর্নওয়ালিস হরকাদের অপ্রাপ্তবয়স্ক পুত্রদিগের প্রতি কোন কার্যের ভার প্রদান করিতে সাহসী হন নাই।

 হরকাদের মৃত্যুর পর তাহার দুই পুত্র ইন্দ্রাদ ও বিষণচাঁদ পিতৃসম্পত্তি তুল্যাংশে বিভাগ করিয়া লন। ইন্দ্রাচাঁদ ব্রিটিশ গবর্নমেন্টের নিকট হইতে জগৎশেঠ উপাধি লাভ করেন। তিনিই শেষ জগৎশেঠ। তাহার পর আর কাহাকেও জগৎশেঠ উপাধি দেওয়া হয় নাই। ইন্দ্রচাঁদ উপাধিপ্রাপ্তি উপলক্ষে অনেক ধুমধাম করিয়াছিলেন এবং তজ্জন্য তাহাকে অনেক অর্থ ব্যয় করিতে হয়। তাহার সঙ্গে সঙ্গে জগৎশেঠ দিগের গৌরব একেবারে অস্তার্হত হয়।

 ইন্দ্রচাঁদের পর, তাহার পুত্র গোবিন্দচাঁদ শেঠদিগের গদীতে আরোহণ করেন। তিনি অত্যন্ত অমিতব্যয়ী ছিলেন। পৈতৃক যাহা কিছু সম্পত্তি ছিল গোবিন্দচাঁদ তৎসমস্ত অপব্যয়ে নষ্ট করিয়া ফেলেন। ক্রমে তিনি আপনাদিগের বহুকালের রক্ষিত রত্নালঙ্কারাদি বিক্রয় করিতে আরম্ভ করেন। তাহাতেও জীবিকানির্বাহ কঠিন হইয়া উঠিলে, বৃত্তির জন্য ব্রিটিশ গবর্নমেন্টের শরণাগত হন। ডিরেক্টারগণ অনেক নাসিকা-কুঞ্চনের পর মুর্শিদাবাদের এজেন্ট মেজর জেনারেল রেপারের ও ভারত গবর্নমেন্টের অনুরোধে ১৮৪৩ খ্রীঃ অব্দে গোবিন্দাদের জীবনাবধি মাসিক ১২০০ শত টাকা বৃত্তি নিদিষ্ট করিবার অনুমতি প্রদান করেন।[১] তাহার পর।

  1. ৩১ গোবিষ্টাদের আবেদনে ডিরেক্টারগণ কিরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন নিম্নে তাহার একটু দৃষ্টান্ত দেখান যাইতেছে—"The petitioners are the representatives of the family and mercantile firm of Jagat Seth Mahatab Rao, whose