পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৫২
মুর্শিদাবাদ-কাহিনী

বিষণাদের পুত্র কিষণাচাঁদ স্বতন্ত্র বৃত্তির জন্য আবেদন করিলে, ডিরেক্টারগণ উত্তর প্রদান করেন যে, যখন গোবিন্দচাঁদকে বৃত্তি দেওয়া হয়, তখন তাঁহারা এইরূপ মনে করিয়াছিলেন, ইহা ব্যক্তিগত বৃত্তি নহে, পরিবারস্থ সকলের প্রতিপালনের জন্যই তাহ প্রদত্ত হইয়াছে। সুতরাং কিষণচাঁদকে স্বতন্ত্র বৃত্তি প্রদান করিতে তাহার সক্ষম নহেন। গোবিন্দাদের মৃত্যুর পর তিনি জীবিত থাকিলে সে বিষয়ে বিবেচনা করা যাইবে।[১] গোবিন্দচদ নিজ জীবদ্দশায় গোপালচাঁদকে পোষ্যপুত্র গ্রহণ করিয়াছিলেন। এই গোপালাদের বিবাহের সময় নিজামত তহবিল হইতে গোবিন্দ চাঁদকে ৫০০ টাকার সাহায্য প্রদান করা হয়। ১৮৪৯ খ্রীঃ অব্দে বঙ্গের তৎকালীন লেপ্টেনান্ট গবর্নর হেলিডে সাহেব গোবিন্দচাঁদের বৃত্তি হইতে ৩০০ টাকা কিষণচাঁদকে দিতে আদেশ করেন। এই আদেশে মুর্শিদাবাদের এজেন্ট আপত্তি করিলে, গোবিন্দচাঁদ এই আদেশের বিরুদ্ধে ভারত গবর্নমেন্টের নিকট আবেদন করেন। ভারত গবর্নমেন্ট উক্ত আবেদন স্টেট সেক্রেটারি সার চার্লস উডের সমীপে পাঠাইয়া দিলে, তিনি গোবিন্দচাঁদের ১২ শত টাকা অক্ষুন্ন রাখিয়া লেপ্টেনান্ট গবর্নরের আদেশ অগ্রাহ্য করেন। ১৮৫৪ খ্রীঃ অব্দের ডিসেম্বর মাসে গোবিন্দচাঁদ বার্ধক্যদশা প্রাপ্ত হইয়া, স্বীয় পত্নী জগৎশেঠানী প্রাণকুমারী ও দত্তকপুত্র গোপালচাঁদকে রাখিয়া পরলোকে গমন করেন।

 গোবিন্দচাঁদের মৃত্যুর পর, গোপালাদ ও কিষণচাঁদ এই মর্মে আবেদন করেন যে, গোবিন্দচাঁদকে ১২ শত ও কিষণচাঁদকে ৫ শত টাকা দেওয়া হউক। কিন্তু গবর্নমেন্ট সে আবেদন না শুনিয়া, কিষণাদকে জীবনাবধি ৮ শত টাকা বৃত্তি নির্দিষ্ট করিয়া, গোবিন্দচাঁদের বিধবা পত্নী ও পরিবারবর্গের প্রতিপালনের জন্য আদেশ প্রদান করেন। গোপালচঁদ পুনর্বার আবেদন করিলে, তাহাকে কিষণাদের প্রদত্ত ৮ শত টাকা হইতে ৩ শত টাকা দিবার আদেশ হয়। কিন্তু তিনি উক্ত অল্পপরিমাণ বৃত্তি লইতে স্বীকৃত হন নাই। গোপালচাঁদের আবেদন অগ্রাহ্য হইলে, তিনি অত্যন্ত অর্থকষ্টে পতিত হইয়া, অবশেষে হতাশ-হৃদয়ে ইহজীবনের লীলা শেষ করেন।

 attachment to British interest and whose service to our government in times when such services were peculiarly valuable are matter of History. It does not appear that the present applicants have personally any peculiar claim upon us, and the decline of the family seems to have been owing to mismanagement as to any unavoidable cause.” তাহার পর তাহাদের পূর্বপুরুষগণের উপকারে ও তদপেক্ষ৷ মুর্শিদাবাদের এজেন্ট ও ভারত গবর্নমেন্টের অনুরোধে গোবিন্দচাঁদের জীবনাবধি ১২০০ শত টাকা বৃত্তি নিদিষ্ট হয়। (Dispatch of the Court of Directors, No. 14 of 1843.) Dated 30th May.

  1. Dispatch of the Court of Directors, No. 42 of 1844.