অনন্তর কিষণচাদের মৃত্যু হইলে, গোবিন্দাদের বিধব-পত্নী বিবি প্রাণকুমারী গবর্নমেন্টের নিকট হইতে ৩ শত টাকা বৃত্তি পাইয়াছিলেন। গোপালচাঁদ প্রাপ্তবয়স্ক হইলে, প্রাণকুমারী নিজ বৃত্তি বৃদ্ধির জন্য, অথবা গোলাপচাঁদকে একটি স্বতন্ত্র বৃত্তি প্রদান করিতে গবর্নমেন্টের নিকট বারংবার আবেদন করেন। তাহার শেষ আবেদন লেপ্টেনান্ট গবর্নর সার চার্লস এলিয়েটের নিকট করা হয়। কিন্তু গবর্নমেন্ট তাহার কথায় কর্ণপাত করেন না। প্রাণকুমারীর মৃত্যুর পর গোলাপচাদ পুনর্বার বেঙ্গল গবর্নমেন্ট ও ভারত গবর্নমেন্ট উভয়ের নিকটই আবেদন করেন। কিন্তু কোন স্থানে তাহার আবেদন গ্রাহ্য হয় নাই।৩৩ গবর্নমেন্ট তাহার বাটীনির্মাণের জন্য কেবল ৫ হাজার টাকা প্রদান করিয়াছিলেন। গোলাপাদ অতি দীনভাবে জীবিকা নির্বাহ করিয়া মৃত্যুমুখে পতিত হন। এক্ষণে তাহার দুই পুত্র ফতেচাদ ও উদয়চাঁদ বিদ্যমান আছেন। তাহাদের হীনাবস্থা সত্ত্বেও সেই সুপ্রসিদ্ধ জগৎশেঠগণের বংশধর বলিয়া এবং মুর্শিদাবাদের জৈনসম্প্রদায়ের নেতা বলিয়া আজিও মুশিদাবাদবাসিগণ তাহাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করিয়া থাকে। যে জগৎশেঠগণ মধ্যাহ্নভাস্করতুল্য প্রদীপ্ত প্রভাবে সমগ্র জগতে গৌরবজ্যোতি বিকীর্ণ করিয়াছিলেন, এক্ষণে তাঁহাদের বংশধর সামান্য দীপশিখার ন্যায় আপনার ক্ষীণরশ্মি বিকীর্ণ করিতেছেন। দুর্ভাগ্যের প্রবল ঝটিকা অতঃপর এই রশ্মি চিরনির্বাপিত করিবে কিনা তাহা কে বলিতে পারে?
জগৎশেঠদিগের সুদূরবিস্তৃত বাসভবন এক্ষণে ভগ্নদশায় পতিত। অনেক স্থানের চিহ্নমাত্রও নাই। ভাগীরথী ইহার অধিকাংশই গর্ভস্থ করিয়াছেন। ঠাকুরবাটীর প্রাঙ্গণে অনেক বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড ভগ্নাবস্থায় পড়িয়া রহিয়াছে। তন্মধ্যে পার্শ্বনাথের মন্দিরের কয়েকটি বহুমূল্য স্তম্ভ ও চৌকাঠের শিল্পনৈপুণ্য আজিও বিস্ময়োৎপাদন
৩৩ From H. Luson Esq. Under Secretary to the Government of Bengal, to the Commissioner of the Presidency Division:— 14th December 1891.
“Sir, with reference to your memo No. 135 R. G. dated the 2nd instant forwarding a memorial from Babu Fagat Seth Golap Chand the adopted son of the late Jagat Setani Pran Koomari Bibi in which for a pension, I am to request that you will inform the memorialist that the Lieutenant Governor is unable to comply with the request.”
From F. R. Stanley Collier, Collector of Murshidabad, to Sett Golap Chand. (8th June 1892.) Nizamat Dept.
“With reference to his memorial to the address of his Excellency the Viceroy praying for the grant to him of a pension of Rs. 1200 a month, the undersigned has the honor to inform him that the Govt. of India is unable to accede to his request.” (Memorial of Jagat Seth Golap Chand.)