পাতা:মুর্শিদাবাদ কাহিনী.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
জগৎশেঠ
৫৫

শুঙ্কাবস্থায় অবস্থিতি করে। মহিমাপুরের পরপারে জগদবিশ্রাম নামে তাঁহাদের এক সুরম্য উদ্যান-বাটিকা ছিল; এক্ষণে তাহাও ভাগীরথীগর্ভস্থ হইয়াছে।

 যে-জগৎশেঠদিগের নাম ও গৌরব এক কালে সমগ্র জগতে বিঘোষিত হইয়াছিল আজ তাহাদের সে নাম ও গৌরবের সহিত তাহাদের বাসভবনের ও অন্যান্য কীতির অস্তিত্ব বিলুপ্ত হইতে চলিয়াছে। তাহাদের সমস্তই এক্ষণে ভগ্নস্তুপে পরিণত। চতুর্দিকে বিস্তৃত সেই ভগ্নস্তুপের মধ্যে বসিয়া জগৎশেঠদিগের বংশধর কালের বিস্ময়করী লীলা সন্দর্শন করিতেছেন!

- - - - -