পাতা:মৃচ্ছকটিক.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক। سbبb तूं] –ङ्जैौझ भश्ल। বিদু।–এই তৃতীয় মহলে দেখচি ভদ্র-সন্তানদের বম্বার জন্ত আসনাদি সাজানো রয়েছে। তখ তার উপর অৰ্দ্ধ-পঠিত পুস্তক ও মণিময় পাশার গুটি সব পড়ে আছে। এ দিকে আবার কাম-শাস্ত্রে পণ্ডিত বেগু ও বৃদ্ধ রসিকের নানা রঙের চিত্রফলক হাতে করে ঘুরে ঘুরে বেড়াচ্চে । তার পর, কোথায় যেতে হবে বল । দাসী —আসুন মশায়, এই চারের মহলে আসুন । দৃশ্য —চতুর্থ মহল। বিদু —(প্রবেশ ও অবলোকন করিয়া) হিহিহিহি!—ওগো— এই চতুর্থ মহলে দেখচি যুবতীর মৃদঙ্গ বাজাচ্চে—আহা! মেঘ-গৰ্জ্জনের মত কি গম্ভীর ধ্বনি! ক্ষীণ-পুণ্য আকাশের তারার মত কৰ্ত্তালগুলি নেবে এসে কেমন তালে তালে পড়চে —ভমর-ঝঙ্কারের মত বঁাশীগুলি কি মধুরই বাজ চে! এর আবার ঈর্ষা-প্রণয়-কুপিত কামিনীর মত বীণাটকে কোলে নিয়ে হাতের নখ দিয়ে বাজাচ্চে। আবার ও দিকে পুপমধুমত্ত মধুকরের মত গীত-নিপুণা আদি রস-রসিকা বেগু-কুমারীর অসংকোচে নৃত্য করচে। বাতাস ধরবার জন্য জলপূর্ণ কলসগুলি গবাক্ষে রয়েছে। তার পর, কোথায় যেতে হবে বল। দাসী —আসুন মশায়—এই পাচের মহলে আসুন।