సెe মৃচ্ছকটিক । বিদু —ওগো, এর পর, কোথায় যেতে হবে বল । দাসী —আসুন মশায়, এই ছয়ের মহলে আসুন। छूआT —बर्छ भश्ल । বিদু –( প্রবেশ ও অবলোকন করিয়া ) হি হি হি! ওগো —এই ষষ্ঠ মহলে এই সকল শিল্প-কার্য্যের তোরণগুলি নীল-রত্নে খচিত হয়ে ইন্দ্ৰধনুর মত দেখাচ্চে। শিল্পীরা প্রবাল, পুষ্পরাগ, ইদ্র-নীল, কর্কেতরক, পদ্মরাগ, মরকত প্রভৃতি রত্ন বাছাই কর্চে, সোনা দিয়ে মাণিক বাধ চে, লাল সুতো দিয়ে সোনার অলঙ্কার গড়চে—মুক্ত গেথে আভরণ তৈরি কর্চে–বৈদুৰ্য্যমণি ধীরে-ধীরে গুড়ে কর্চে, শাখ কাটচে, প্রবাল শানে ঘষ চে, ভিজে কুঙ্কম শুখোতে দিয়েছে, কস্তুরি পরিস্কাব কর্চে –চন্দন ঘষ চে–গন্ধ-দ্রব্যগুলি একত্র মেশাচ্চে, বেণ্ডারা লম্পট-পুরুষদের কপুর-মেশানো পান দিচ্চে, সকটাক্ষে চেয়ে দেখচে, হাস্চে, সীৎকার শব্দ করে অনবরত মদ্যপান কর্চে । এই সকল দাস দাসীরা আর এই সকল লক্ষ্মী-ছাড়া পুরুষেরা ধন-দার-পুত্রের মায়া ছেড়ে এখানে এসে বেতাদের পান-করা বরফ-দেওয়া মদের উচ্ছিষ্ট পান কর্চে। ওগো ! তার পর কোথায় যেতে হবে বল । দাসী —আসুন মশায় এই সাতের মহলে আসুন । দৃশ্য —সপ্তম মহল। বিদু।–( প্রবেশ ও অবলোকন করিয় ) হি হি হি! ওগো এই সপ্তম মহলে তো দেখচি পক্ষি-শালা। পায়রার ষোড়ার পরস্পরকে চুম্বন করে কেমন মুখামুভব করচে, খাচার মধ্যে
পাতা:মৃচ্ছকটিক.djvu/১০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।