পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । సిడి শুক পার্থী দই-ভাতে-উদর-পোরা ব্রাহ্মণের মত যেন বেদমন্ত্র পাঠ করচে } এদিকে আবার কতকগুলি ময়না-শালিক প্রভুর আহ্বরে দাসীর মত ক্রমাগত কি বিড়বিড় করে বকৃচে। কোকিলেরা বিবিধ ফলের আস্বাদে কণ্ঠকে শানিয়ে কুটনীর মত গলা ছেড়ে ডাক্‌চে। লাওয়া পার্থীরা লড়াই কচ্চে—খাচার তিক্তির পার্থীরা কত কি আলাপ করচে । বিবিধ মণিমাণিক্যে যেন চিত্রিত করা গৃহ-ময়ূরটি সহৰ্ষে নাচতে নাচতে পাখোম ধরে রৌদ্র-তপ্ত প্রাসাদটিকে যেন চামর দিয়ে বাতাস করচে–পিণ্ডিপাকানো জ্যোছনার মত রাজহংসেরা পদ-গতি শেখবার জন্তই যেন কামিনীদের পিছনে পিছনে ভ্রমণ করচে। এদিকে গৃহ-সারসের অতিবৃদ্ধের মত আস্তে আস্তে পা-ফেলে চলে বেড়াচ্চে। ওগো ! কি আশ্চৰ্য্য ! এই বেহা-বৰ্মণী নানা প্রকারের পার্থী সংগ্রহ করেছে দেখচি। এই বেগু্যালয় বাস্তবিকই নন্দনবনের শোভা ধারণ করেছে। এর পর কোথায় যেতে হবে বল । দাসী ।—আসুন মশায়, এই আটের মহলে আসুন। দৃশ্য —অষ্টম মহল। বিদু।–( প্রবেশ ও অবলোকন করিয়া) ওগো ! ও লোকটি কে ? —রেশমি চাদর গায়ে, অতি অদ্ভুত রকমের রাশি রাশি অলঙ্কার পরে’, স্খলিত-গতিতে ইতস্তত বেড়িয়ে বেড়াচ্চে ? দাসী –মশায় ! উনি হচ্চেন ঠাকরণের ভাই । বিদু —কতকটা তপস্তা না করলে’ আর বসন্তসেনার ভাই হওয়া যায় না। কিন্তু না, যে চাপার গাছ শ্মশানে জন্মায়, উজ্জল স্নিগ্ধ সুগন্ধ হলেও তার কাছে যায় কে ? ওগো ! উনি আবার কে ? –গুল-বাহার