পাতা:মৃচ্ছকটিক.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెB মৃচ্ছকটিক । বসং —বণিকপুত্রের কুশল তো ? বিদু —ই সমস্ত কুশল । বসং —মৈত্রেয় মশায় ! এখন কি— গুণ যার কিশলয়, বিনয় প্রশাখাচয়, সুৰ্যশ কুসুম, আর মূলটি বিশ্বাস, নিজগুণে ফল ধরে, এ হেন বৃক্ষের পরে সুহৃদ-বিহঙ্গ সবে মুখে করে বাস ? বিদু –(স্বগত) দুষ্ট বেগু ঠিকই বুঝেছে । (প্রকাণ্ডে) ই করে বৈকি । বসং —এখন কি জন্য আসা হয়েছে ? বিদু।—তবে শোনা বলি। চারুদত্ত-মহাশয় কৃতাঞ্জলি হয়ে এই কথা নিবেদন করচেন :– বসং –(কৃতাঞ্জলি হইয়া) কি আজ্ঞা করচেন ? বিদু –তিনি বল চেন ;–“আমি সেই স্বর্ণ-অলঙ্কারগুলি নিজের ভেবে দ্যুত-ক্রীড়ায় হারিয়েছি ; সেই আড্ডাধারীও রাজার কাজে কোথায় যে চলে গেল—আমি তাকে আর খুঁজে পেলেম না”। দাসী –ঠাকরণ আপনার বড়। সৌভাগ্য, দত্ত-মহাশয় জুয়ারি হয়েছেন । বসং –(স্বগত) কি! চোরে চুরি করে নিয়ে গেছে, তবু নিজ মহত্ব গুণে বলচেন কি না “আমি দূত ক্রীড়ায় হারিয়েছি”। তাইতে আমি তাকে ভালবাসি । বিদু।--এই রত্নমালাটি গ্রহণ করুন। বসং —(স্বগত) সেই অলঙ্কারগুলি দেখাব কি ?—না, কাজ নেই। বিদু —আপনি কি তবে এই রত্নমাল গ্রহণ কুরুবেন না ?