পাতা:মৃচ্ছকটিক.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

δb" शुझ्करुि । বেগু-বেটির আর মুখদর্শন করর না । এ কথাটা খুব ঠিক যে— “অমূল-সমুখিত পদ্মিনী, অরক্ষক বণিক, অচোর স্বর্ণকার, অকলহ গ্রামসমাগম, আর অলুন্ধা বেগু!—এ কখন মনে কল্পনাও করা যায় না ।” এখন তবে প্রিয়সখার কাছে গিয়ে যাতে তিনি এই বেঙ্গার সঙ্গ ত্যাগ করেন তাই করিগে। (পরিক্রমণ ও দৃষ্টি করিয়া) এই যে, সখা বাগানে বসে আছেন । এইবার তবে নিকটে যাই । (নিকটে গিয়া) কল্যাণ হোক । —শ্ৰীবৃদ্ধি হোক ! চারু —(দেখিয়া) এই যে সখী এসেছ যে ! এস সখী এস, বোসে । বিদু —এই বসূচি। চারু —সখা—সে কাৰ্য্যটার কি হল, বল দিকি । বিদু। কার্যাটা সমস্তই নষ্ট হয়ে গেল। চারু —তবে কি তিনি রত্নমালাটি নিলেন না ? বিদু —আমাদের এমন কি সৌভাগ্য যে নেবেন না, দেখবামাত্রই তার নব-কমল-কোমল অঞ্জলি মাথায় তুলে স্বচ্ছদে নিলেন। চারু —তবে যে বল্পে, সমস্ত কাৰ্য্য নষ্ট হল ? বিদু –ওহে, নষ্ট হল না তো কি ? যা কখন ব্যবহারে আসেনি, চোরে যা চুরি করে নিয়ে যায়—সেই অল্প-মূল্যের স্বর্ণ-অলঙ্কারের নিমিত্ত, চতুঃসাগরের সার-বস্তু সেই রত্নমালাটি হারান গেল ? চারু —সখী, তা কখনই নয় । যে বিশ্বাস-ভরে তিনি রাখিলা গো মোর কাছে স্বর্ণ-অলঙ্কার 4हे भशभूना निब्र - গুধিলাম আমি সেই বিশ্বাসের ধার ॥ বিদু —আমার আর একটি কষ্টের কারণ আছে —সেই বেশুী-বোট