পাতা:মৃচ্ছকটিক.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> е е মৃচ্ছকটিক । দৃশ্য —উদ্যানের বাহিরে। দাসের প্রবেশ । দাস —সরে যাও—সরে যাও সব লোকজন । যেথায় যেথায় মেঘের ধারা পিঠের চামড়া ভিজিয়া সারা । যেথায় যেথায় শীতের বায় বুকুট ওঠেগো কঁাপিয়া তায় ॥ (হাসিয়া) বাজাব বাশি সপ্তচ্ছিদ্র মধুর স্বর, বাজাব বীণা সপ্ততন্ত্রী তাহার পর, গাহিব গান গাধার রাগে নারদ তন্তু, কোথায় লাগে ? ঠাকরণ বসন্তসেনা আমাকে বলেন, “দেখ কুম্ভীলক, তুমি গিয়ে চারুদত্ত-মহাশয়কে বল, আমি এখনি তার বাড়িতে যাচ্চি ” ঐ যে, দত্ত-মহাশয় বাগানে বসে আছেন, সেই বিটলে বাওনটাও সঙ্গে আছে দেখচি—এপন তবে ঐখানে যাই , একি ! বাগানের যে দরজা বন্ধ আচ্ছ তা হ’ক, আমি বিটলে বাওনটাকে সঙ্কেত করে জানিয়ে দি । (ঢিল নিক্ষেপ ) বিদু।–প্রাচীরে-ঘেরা কাবেল মনে করে কেরে আমাকে চিল ছুড়ে মার্চে ? বিদু।–পায়রা ব্যাটা বুঝি ? রোসূ—রোসূ—এই লাঠি দিয়ে পাক৷ আমটার মত ঐ প্রাসাদ থেকে ভুয়ে পেড়ে ফেলচি। (লাঠি উঠাইয়া ধাবমান) -