পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*थं★ञ डाइह । > eNØ দাস —সেই তিনিই এসেছেন । বিদু –আচ্ছ তবে চারুদত্তকে জানিয়ে আসি। (নিকটে আসিয়) দেখ চারুদত্ত ! তোমার পাওনাদার এসেছে । বিদু —আমার গৃহে পাওনাদার কোথ, থেকে এলো ? বিদু!—হে যদিও না এসে থাকে, স্বারে এসেছে।—বসন্তসেন এসেছে । চারু —সখা! আমাকে কি প্রতারণা কর্চ ? বিদু –যদি আমার কথায় প্রত্যয় না হয় তো এই কুম্ভীলককে জিজ্ঞাসা কর । ওরে ব্যাটা কুম্ভীলক এগিয়ে আয়। দাস --(নিকটে আসিয়া) প্রণাম মশায় । চারু —এস বাপু ! সত্যি কি বসন্তসেন এসেছেন ? দাস —ই এই যে তিনি এসেছেন। . চারু।–(সহৰ্ষে) বাপু ! আমার কাছে সুসংবাদ দিয়ে কেউ কখন নিষ্ফল হয় না —এই পারিতোষিক দিলেম । (চাদর দান) দাস ।—(লষ্টয়া প্রণাম করিয়া সপরিতোষে) আমি তবে ঠাকরণকে জানিয়ে আসি (প্রস্থান) বিদু।–ওহে! তুমি কি জানো, এই দুর্দিনে কেন সে এসেছে ? চারু —সখা, আমি ঠিক জানিনে । বিষ্ণু —আমি জানি। রত্নমালাটা অল্প-মূল্যের, স্বর্ণ-অলঙ্কারগুলি বহু-মূল্যের—তাই সন্তুষ্ট হয়নি, আরও কিছু চাইতে এসেছে। চারু।–(স্বগত) এইবার পরিতুষ্ট হয়ে যাবেন।