এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Y e 8 মৃচ্ছকটিক । দৃশ্য–উদ্যানের বাহিরে। ছত্রধারিণী ও বিট-সমভিব্যাহারে উজ্জ্বল অভিসারিকাবেশে সোৎকণ্ঠ বসন্তসেনার প্রবেশ । বিট –(বসন্তসেনার উদ্দেশে) পদ্মহীন লক্ষ্মী ইনি ললিতাস্ত্র অনঙ্গ দেবের, কুলস্ত্রীর শোক-স্থান পুপরত্ব মদন-বৃক্ষের । লয়ে প্রিয় সঙ্গী সাথে রতি-কালোচিত লাজে অতি লজ্জাবতী, বিলাস-বিভ্রম-ভরে রতিরঙ্গ-ক্ষেত্ৰ-মাঝে চলেন যুবতী । দেখ দেখ বসস্তসেনা ! বিরহিণী-হৃদি সম স্নান মেঘ গরজিছে লম্বমান শৈল-শিরপরে । সে রব শুনিয়া দেখ সহসা ময়ুরগণ উড়ি" উড়ি উল্লাসের ভরে মণিময় পুচ্ছ দিয়া তালবৃস্ত সম কিবা করিতেছে বীজন নভরে ॥ অপিচ ৪— ধারাহত ভেকগণ করিছে সলিল পান সুপঙ্কিল মুখে,