পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंथं★ञ आशु । } e(t• আনন্দে ডাকিছে শিখী, কদম্ব-কুসুম যত প্রস্ফুটিত মুখে। সন্ন্যাস লয়গো যথা যেইজন কুল-কলঙ্কিত, চন্দ্ৰম তেমতি এবে অতিঘোর জলদে আবৃত । নীচ কুলোদ্ভব কোন যুবতী যেমতি এক স্থানে নহে স্থির বিদ্যুৎ তেমতি ॥ বসং —পণ্ডিত, তুমি ঠিক বলেছ – সুনিবিড় পয়োধরে আচ্ছন্ন করিয়া দিশি কুপিত সপত্নী-সম পথ মোর রোধে নিশি । গরজিয়া ঘন ঘন করে মোরে নিবারণ, ওরে মূঢ় নিশি! তোর কেন হেন আচরণ ? এ নিবিড় পয়োধরে লগ্ন হয়ে অবিরল রমে যদি কাস্ত মোর তোর কি তাহাতে বল ? বিট —আচ্ছ ওকে খুব তিরস্কার কর দিকি । বসং —দেখ পণ্ডিত ! স্ত্রী-স্বভাব ঈর্ষা করা, তা ওকে তিরস্কার করে কি ফল ? দেখ পণ্ডিত ;– করুক বর্ষণ মেঘ করুক গর্জন, ভীষণ অশনি-পাত হোকৃ অমুক্ষণ, যে রমণী যাত্রা করে কাস্ত-সন্নিধানে শীত-উষ্ণ-বাধা সে গো কিছু নাহি মানে ॥ বিট (—আবার দেখ বসন্তসেনা ! পবন-সমান-বেগ ধারা শর হানে মেঘ, বিজুলি পতাকা-প্রায়, ভেরী-গরজন। নৃপ যথা মহাবলী পশে পুরী শক্র দলি'