পাতা:মৃচ্ছকটিক.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । \e속 সে নারীর যেই দশা হ’লে বহির্গত, তেমতি বাহির হয়ে জোছনারো সেই দশা—মেঘে হয় হত ॥ বিট —বসন্তসেনা ! দেখ দেখ :– তড়িদগুণে বদ্ধ-বপু গজ-সম মেঘদল পরস্পরে যেন গো আক্রমে, ইন্দ্রাদেশে কিম্বা মেঘ রৌপ্য-গুণে টানে উৰ্দ্ধে ধরণীরে ধারা-বরিষণে ॥ আরো দেখ ৪— মহাবায়ু পূর্ণোদয় মহিষের সম নীল যত জলধর বিদ্যুতের পাখা ধরি’ চলে যেন জলধির শেষ সীমান্তর । কিম্বা যেন ধারা-রূপ মণিময় শরাঘাতে ধরা করে ভেদ, নববারি-ধাবী-পাতে তীব্রগন্ধী ধরা হতে তৃণাঞ্জুর হয়গো উদ্ভেদ ॥ ৰসং —পণ্ডিত ! আবার দেখ — ময়ূরের ডাকে যারে উচ্চৈঃস্বরে অতি সকাতরে, বলাক উড়িয়া বেগে আলিঙ্গয়ে যারে স্নেহ-ভরে, পদ্ম ত্যজি হংসগণ যারে দ্যাধে হয়ে উৎকণ্ডিত,