পাতা:মৃচ্ছকটিক.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক । 36.సి মাহেন্দ্র-ধনুকে যেন যোঝে ছাড়ি’ শর-ধারা । ৰজনাদে স্থাকে ডাকে, মাথা ঘোরে বায়ু-পাকে, নভ ধূমায়িত করি চলে নীল সর্প-পার। বসং — নির্লজ্জ তুমি গো মেঘ, আমি এবে যাইতেছি আমার সে নাথের সদন । গর্জনে দেখায়ে ভয় ধারা-হস্ত মোর অঙ্গে বুলাইছ কেন গো এখন ? শোন বলি ইন্দ্র ?-- পুৰ্ব্বকালে তব প্রেমে অনুরাগী ছিল কি এ চিন্তু ? তবে যে গো বৃষ্টিপাতে নাথ-দরশন-পথ রোধিতে প্রবৃত্ত ? অপিচ 2– তুমি পূৰ্ব্বে অহল্যারে মিথ্যা করি বলেছিলে “আমি গো গৌতম” ৷ তাই যদি এসে থাকে, মোরো দুঃখ দেখি তুমি —মেঘে কর নিবারণ ॥ অপিচ 2– গরজ’ ৰরষ’ ইন্দ্র যা ইচ্ছা তোমার, অশনি নিঃক্ষেপ কর শত শত বার । যে নারী ভেটিতে যায় নিজ প্রিয়-জনে কার সাধ্য রোধে তারে এ তিন ভুবনে ? অপিচ 2– গর্জে যদি জলধর করুক গর্জন, কে না জানে নিষ্ঠুর সে পুরুষের মন ।