পঞ্চম অঙ্ক । ') )\రి বিদু —ওগো ! এই আসনে বোসে । •( বসন্তসেনা উপবিষ্ট হইলে সকলের উপবেশন ) চারু —সখী ! দেখ, দেখ ! বৃষ্টিবিন্দু ঋরি’ পড়ে শ্রবণান্ত-বিলম্বিত কদম্বটি হতে, . হয়েছে একটি স্তন যৌবরাজ্যে অভিষিক্ত যেন বিধিমতে ॥ তা, দেখ সখী, বসন্তসেনার কাপড় ভিজে গেছে, অন্ত একখানা ভাল কাপড় এনে দেও। বিদু --আচ্ছ, এনে দিচ্চি। দাসী –মৈত্রেয় মশায়! আপনি থাকুন, আমি ওঁর সেবা-শুশ্রুষা করচি । ( তথা করণ ) বিদু –(চুপি চুপি ) দেখ সখা, ওঁকে কি কিছু জিজ্ঞাসা করব ? চারু —কর না । বিদু —(প্রকাতে ) আচ্ছ, কি নিমিত্ত তুমি চন্দ্রালোক-শূন্ত এই অন্ধকার দুৰ্দ্দিনে এলে বল দিকি ? দাসী ।—ঠাকরণ ! ব্রাহ্মণটি ভারি সাদাসিধে লোক দেখচি । বসং –বরং বল, ভারি চতুর। দাসী –ঠাকরণ জানতে এসেছেন সেই রত্নমালাটির মূল্য কত । বিদু –( জনাস্তিকে ) দেখ, পূৰ্ব্বেই তো আমি তোমাকে বলেছিলেম রত্নমালার অল্প মূল্য আর স্বর্ণ-অলঙ্কারগুলির বেশি মূল্য—তাই আরও কিছু পাবার প্রত্যাশায় এসেছে। দাসী –সেই রত্নমালাটি নিজের ভেবে জুয়ো-খ্যালায় ঠাকরণ سb
পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।