পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 8 মৃচ্ছকটিক । হারিয়েছেন—আর সেই আডিডীধারী, রাজার কাজে কোথায় চলে গেছে— তাকে আর দেখতে পাওয়া যাচ্চে না । বিদু –ওগো আমি স্বর্ণ-অলঙ্কারগুলির সম্বন্ধে যা-যা বলেছিলেম এও যে তাই আওড়াচ্চে । দাসী –যত দিন না তার খোজ পাওয়া যায়, তত দিন এই স্বর্ণঅলঙ্কারগুলি আপনার কাছে রাখুন। (স্বর্ণ-অলঙ্কার প্রদান ) বিদু –( নাড়িয়া চড়িয়া দর্শন ) দাসী –মহাশয় যে খুব ঠাউরে ঠাউরে দেখচেন—এগুলি পূৰ্ব্বে দেখেছিলেন না কি ? বিদু।–ওগো !—কি চমৎকার শিল্পকাজ !—তাই এ-থেকে চোক ফেরাতে পারচি নে । দাসী –দেখে ঠাওরাতে পারলেন না ? আপনার তবে চোখ নেই —এই সেই স্বর্ণ-অলঙ্কারগুলি। বিদু।–(সহৰ্ষে) দেখ সখী ! এই সেই স্বর্ণ-অলঙ্কারগুলি যা চোরে আমাদের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। চারু —সখী ! গচ্ছিত যে বস্তু ছিল আমার নিকটে তারি’ পরিশোধ-ছলে দিতেছি গো বটে । কিন্তু নহে বাস্তবিক এ সে.অলঙ্কার, ' ইহা শুধু আমাদের বঞ্চনাই সার। বিদু –দেখ সখী, ব্রহ্মণ্য দেবের দিবি, এগুলি সত্যই সেই অলঙ্কার। চারু —অ' বাচা গেল! শুনে বড় খুসি হলেম। ... • বিদু —জনাস্তিকে) ও কোথ, থেকে পেলে জিজ্ঞাসা করব কি ? চারু —দোষ কি ?