পাতা:মৃচ্ছকটিক.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । ט לל দরিদ্র হইলে তুষ্ট ব্যর্থ তার তুষ্ট প্রদর্শন। বিদু –দেখ, দুঃখ করে আর কি হবে ? ( প্রকাতে পরিহাস-সহকারে) ওগো ! এখন আমার সেই স্নান-ধূতিটা ফিরে দেও দিকি । বসং —দেখুন দত্ত-মশায় ? আমাকে: এই রত্নমালার যোগ্য মনে করা আপনার উচিত হয় নি । চারু —(অপ্রতিভ হইয়া সম্মিত) দেখ বসন্তসেনা ! বাস্তবিক কথা কে গো করিবে প্রত্যয়, সৰ্ব্বজনে আমারেই করিবে সংশয় । সবাই সন্দেহ করে দরিদ্রের কথা, দুৰ্ব্বল যে তেজোহীন—ছার দরিদ্রতা ॥ বিদু।–ওগো! আজ কি তুমি এখানেই শোবে ? দাসী –হোসিয়া) মৈত্ৰেয় মশায়! আপনি আজ যে ভারি ন্তাকা হয়েছেন দেখচি, যেন কিছুই বোঝেন না । বিদু –দেখ সখী ! আমরা বেশ সুখে বোলে আছি, আমাদের তাড়াবার জন্য আবার যে ঘোর ঘটা করে বৃষ্টি আরম্ভ হল। চারু —ঠিক বলেছ। মেঘের অন্তর ভেদি পড়ে বৃষ্টিজল মৃণালের স্বচি যথা ভেদে পঙ্ক-তল । শশির বিপদে কিম্বা যেমতি গগন তাপিত হইয়া করে অশ্র বিমোচন ॥ অপিচ ৪— বলদেব-বস্ত্র সম নীল জলধর সাধু-চিত্ত শুভ্র ধারা বর্ষে নিরস্তর।