এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পঞ্চম অঙ্ক । ף לג কিম্বা যথা অর্জুনের বাণ খরধার, কিম্বা যথা বাসবের মুক্তার ভাণ্ডার ॥ প্রিয়ে ! দেখ দেখ ! সুপিষ্ট তমাল-লেপে লিপ্ত হয়ে আছে যেন সমস্ত গগন সুরভিত সন্ধ্যানিল সুশীতল, করে যেন তাহারে বীজন । জলদের সমাগমে প্রণয়িনী সৌদামিনী আসি স্বেচ্ছাক্রমে নিজ কান্ত গগনেরে করে বদ্ধ গাঢ়তর প্রেম-আলিঙ্গনে ॥ ৰসং —(শৃঙ্গার-ভাব অভিনয় করিয়া চারুদত্তকে আলিঙ্গন) চারু —(স্পৰ্শ-সুখ অভিনয় করিয়া প্রত্যালিঙ্গন) গরজ গরজ মেঘ সুগম্ভীর নাদে, মদন হৃদয়ে জাগে তোমারি প্রসাদে । উপজিল অনুরাগ, প্রিয়ার পরশে তমুটি কদম্ব-সম রোমাঞ্চ হরষে। বিদু।–আরে ব্যাটা বর্ষ ! তুই ভারি খারাপ—বিদ্যুৎ দিয়ে তুই ওঁকে এখন কেন ভয় দেখাচ্চিমূ বল দিকি ? চারু —সখী ! বিদ্যুৎকে কেন তিরস্কার করচ ? শত বর্ষ ধরি বর্ষা, অবিরত বারিধারা করুক বর্ষণ, সৌদামিনী মুহুমুহ, সমস্ত আকাশ ব্যাপি করুক ফুরণ,