মৃচ্ছকটিক । "לל ל সুদুল্লভ প্রিয়-সনে, আলিঙ্গনে বদ্ধ এবে তামা-বিধ জন ॥ তা ছাড়া, দেখ সখী ! ধন্ত বলি মানি আমি তাহার জীবন লভিয়া যে নিজ গৃহে কামিনী-সঙ্গম মেঘ জল-সুশীতল আদ্র গাত্র তার নিজ গাত্রে সংলগ্ন করে বারম্বার ॥ প্রিয়ে বসন্তসেনা ! স্তম্ভগুলি বিচলিত স্তম্ভ বেদীপরে, কোন মতে চন্দ্রতপে অতি কষ্টে ধরে। ধারা-বেগে সুধা-লেপ হইয় গলিত বিচিত্র এ ভিক্তিটিরে করে কর্দমিত ॥ (উদ্ধে অবলোকন করিয়া) একি ইন্দ্ৰধনু যে ! প্রিয়ে দেখ দেখ। বিদ্যুজিহ্বা প্রকাশিয়া, ইন্দ্র-ধনু-দীৰ্ঘবাহু করি’ উত্তোলন মেঘ-হমু বিস্তারিয়া, অন্তরীক্ষ করে যেন আরামে স্তন। এস তবে আমরা ঘরের ভিতরে যাই । (গাত্ৰোখান করিয়া পরিক্রমণ) তাল-বনে তার-স্বর—তরু-শাখে মন্দ্র, শিলাপরে রুক্ষধ্বনি, সলিলে প্রচণ্ড —বীণাবাদ্য হয় যথা সঙ্গীতের কালে তেমতি গো বৃষ্টিধারা পড়ে তালে তালে ॥(সকলের প্রস্থান) “দুৰ্দ্দিন” নামক পঞ্চম অঙ্ক।
পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।