পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ মৃচ্ছকটিক । আৰ্য্যক —(শুনিয়) এই যে একটা গাড়ি এই দিকে আসূচে । হবে কি যাত্রীর যান ? অথবা উহাতে কোন দুষ্ট অধিষ্ঠিত ? বধু জনে লইবারে বন্ধু-যান কোন কিগো হেথা উপস্থিত । যাইতে গ্রামের বা’র প্রধান জনের তরে ইহা কি আনীত ? দেখিতেছি শূন্ত ইহা, স্থানটিও দেখিতেছি নির্জন নিভৃত । এ যান আমারি তবে —নিশ্চয় আমারি তরে বিধির প্রেরিত ॥ গাড়ি লইয়া দাস বৰ্দ্ধমানকের প্রবেশ । বদ্ধ –হা: সাবাস!—গাড়ির বিছানাটাতে এনে ফেলেচি। রদনিকে, বসন্তসেনা-ঠাকরণকে বল—গাড়ি তৈরি ; ঠাকরণ এখন গাড়িতে চড়ে’ “পুপ-করগুক” পোড়ো বাগানে চলুন। আৰ্য্যক —(শুনিয়) এটা দেখচি বেস্তার গাড়ি-গ্রামের বাহিরেও যাবে—আচ্ছা আমি তবে চড়ে বসি (আস্তে আস্তে নিকটে গমন) দাস —(পৃঙ্খল-ধ্বনি শুনিয়া) এই যে, নুপুরের শব্দ শোনা যাচ্চে । ঠাকরণ বুঝি তবে এলেন। নাকের দড়ির টানে গরুরা বড় অস্থির হয়েছে—ঠাকরণ । পিছন দিক দিয়ে গাড়িতে উঠুন। (আৰ্য্যক তথাকরণ) দাস —মুপুরের শব্দ থেমে গেছে, গাড়িটাতে চাপ পড়েছে—তাই বোধ হচ্চে ঠাকরণ গাড়িতে উঠেছেন—এখন তবে হাকাই –চলরে গরু চল ।