পাতা:মৃচ্ছকটিক.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অঙ্ক । ՖՀԳ বীরকের প্রবেশ । বীরক —ওরে রে! জয়, জয়মান, মঙ্গল, পুষ্পভদ্র প্রভৃতি নগররক্ষিগণ । সুবিশ্বস্ত মনে তোরা আছিস্ হেথায় ? গোয়ালার ব্যাট ছিল আবদ্ধ করায়, টুটিয়া বন্ধন তার দেখ, সে পালায়, রাজাও ভাবিত বড় হয়েছেন তায় ॥ ওরে! তুই বৰ্হিদ্বারে থাকৃ—তুই পশ্চিম দিকে—তুই দক্ষিণে, আর তুই উত্তরে। চন্দনকের সঙ্গে এই প্রাচীরের উপরে উঠে আমি চার দিকটা একবার দেখি ওরে চন্দনক ! এই দিকে আয়রে এই দিকে আয় ! ব্যস্ত-সমস্ত হইয়া চন্দনকের প্রবেশ । চন্দনক —ওরে রে বীরক, বিশল্য, ভীমাঙ্গদ, দণ্ডকাল, দন্তপুর প্রভৃতি রক্ষিগণ ! খোজ রে যতন করি’—আয় রে ত্বরীয়, —রাজ-লক্ষ্মী গোত্রাস্তরে যেন নাহি যায় ॥ অপিচঃ– উদ্যানে, সভায়, মাগে, ঘোষ-পল্লি, নগর বাজারে —যেথায় সন্দেহ হয় শীঘ্ৰ করি খোজরে তাহারে । ওরে রে বীরক তুই কি দেখিলি বলরে খুলিয়,