পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ মৃচ্ছকটিক । নান্দীর পর সূত্রধার। স্বত্রধার।—এখন অভিনয় দেখবার জন্ত উপস্থিত সভাসদগণের অত্যন্ত কৌতুহল হয়েছে—তাই অধিক বাক্যাড়ম্বরে তার ব্যাঘাত করতে আমি ইচ্ছা কারনে। অতএব উপস্থিত মহামান্ত বহুশাস্ত্রবিৎ পণ্ডিতমণ্ডলীকে প্রণাম করে’ এই নিবেদন করচি, আজ এই মৃচ্ছকটিক-প্রকরণ আমরা আপনাদের সমক্ষে অভিনয় করব বলে স্থির করেছি। যে কবি এই প্রকরণের রচয়িতা :– গজপতি গতি র্তার, চকোর-নয়ন, পূর্ণেন্দু বদন চারু, শরীর শোভন, ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ তিনি, গম্ভীর-হৃদয়, খ্যাত কবি শূদ্রক নামেতে পরিচয় ॥ অপিচঃ—ঋগ বেদ, সামবেদ, অঙ্ক শাস্ত্র, হস্তি-বিদ্যা, কলা আদি চৌষটি প্রকার এ সব করিয়া শিক্ষা, শিবের প্রসাদে লভি জ্ঞান-নেত্র বিগত-আঁধার, পুত্রেলে রাজত্ব দিয়া মহাসমারোহে করি’ অশ্বমেধ যজ্ঞ সমাপন, পশিলেন হুতাশনে শতবর্ষ দশদিন পরমায়ু করিয়া যাপন । অপিচ :– যুদ্ধাসক্ত, অবহিত, বেদজ্ঞগণের শ্রেষ্ঠ, আর তপোধন, ছিলেন শূদ্রক নৃপ গজসনে বাহুযুদ্ধে সতত প্রবণ }