পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ペb" মৃচ্ছকটিক | ভাঙ্গিয়া শৃঙ্খল কেগো গোপ-পুত্রে লইল হরিয়া ? অষ্টমেতে রবি কার ? চতুৰ্থেতে রহে কার শশি ? ষষ্ঠে কার শুক্র গ্রহ ? পঞ্চমে মঙ্গল কার বসি’ ? নবমেতে কার শনি ? —সেই জন উদ্ধারিল তায় । থাকিতে জীবিত আমি দেখিব সে পলায় কোথায় ॥ বীরক —দেখ সর্দার মহাশয় । উদ্ধার করিল কেহ তাহারে নিশ্চয় । শপথ করিছি ছুয়ে তোমার হৃদয়, পলাল সে যবেমাত্র অৰ্দ্ধ স্বর্য্যোদয় ॥ দাস —চলরে গরু চল । চনা –(দেখিয়া) ওরে রে—দেখ, দেখ! আচ্ছাদিত গাড়িখানি যাইতেছে রাজপথ দিয়া কার যান, কোথা যায়, অন্বেষণ কর কাছে গিয়া | বীরক —(দেখিয়া) ওরে গাড়োযান ! গাড়ি থামা। এ গাড়ি কার? আরোহী কে? যাচ্চেই বা কোথায় ? দাস।—এটি চারু দত্তের গাড়ি, এতে বসন্তসেনা আছেন । ‘পুষ্পকরওক” পোড়োবাগানে আমোদ করবার জন্ত চারুদত্ত একে নিয়ে ধাঁচ্চেন।