পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झर्छ अक्ष । ১২৯ বীরক —(চন্দনকের নিকট গিয়া ) গাড়োয়ান বলচে ;–চারু দত্তমহাশয়ের গাড়ি, বসন্তসেনা ওতে আছেন, “পুষ্পকরওক”-নামে পোড়ো-বাগানে নিয়ে যাচ্চে । চন্দ –আচ্ছা যাক । বীবর –না দেখেই যেতে দেওয়া হবে ? 5न् -झै। ] বীরক —কার বিশ্বাসে ? চনদ –চারুদন্ত-মহাশয়ের । বীরক —কে চারুদত্ত ?—বসন্তসেনাই বা কে ? আর, না তদন্ত করেই বা যেতে দেওয়া হচ্চে কেন ? চন্দ –আরে, চারুদত্ত-মশায় কে তা জানিল নে ? বসন্তসেনা কে তাও জানিস নে ? যদি চারুদত্ত বসন্তসেনকে না জনিস, তবে আকাশের চাদকে ও জানি নে—জোছনাকে ও জানিস্নে । গুণে অরবিন্দ যেগো শীলে শশি সম বল তারে নাহি জানে হেথা কোন জন ? বিপল্লের দুঃখ তিনি করেন মোচন, চতুঃসাগরের তিনি অমূল্য রতন ॥ এ নগরে দুই ব্যক্তি সকলের পূজনীয়—তিলক মাথার —এক সে বসস্তসেন, ধৰ্ম্মের নিধান সেই চারুদত্ত আর ॥ বীরক —ওরে চন্দনক ! জানি আমি চারুদন্তে, জানি আমি বসস্তসেনায়,