পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शर्छ অঙ্ক । ృNరిరి কি হইবে হাট-মাঝে ভাঙ্গি পচা কাবেলটিরে ? বীরক —না না, বলতেই হবে। বলনা শুনি—বলন । চনদ –(সঙ্কেত করণ) বীরক —নারে না তা নয় । চনদ (— শীর্ণ শিলা হাতে লয়ে, বাকিলে গাঠের অস্থি সিধা করা কাজ, কাটারীতে হাত সদা, মহামান্ত সেনাপতি হয়েছিস্ আজ ? বীরক —ওরে চন্দনক ! তুই যত মান্তমান বাক্তি তাও জানি—তোর জাতটা কি মনে করে দ্যাখ, দিকি । চন্দ –ওরে! চন্দনকের জাত চন্দ্রের মত বিশুদ্ধ । বীরক –কি জাত বল । চন্দ –তুই বলনা । বীরক –(সঙ্কেত করণ) চনা –ওরে ! না, তা নয় । বীরক —ওরে! তবে শোন, শোন । বড় শুদ্ধ জাতি তোর ;–মাতা তোর ভেরী, আর পিতা জয়ঢাক্‌, ভ্রাতা তোর কাড়া-যন্ত্র, তুই সেনাপতি আজ শুনিয়া অবাক্ ॥ চনা –(সক্রোধে) আমি চন্দনক চামার ?-আচ্ছ তাই ভাল । তুই এখন গাড়ীর ভিতরটা দেখগে যা ।