পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'\రి8 মৃচ্ছকটিক । বীরক —ওরে গাড়োয়ান ! গাড়ি ফেরা, আমি দেখব। (দাসের তথাকরণ) বীরক —(গাড়িতে উঠিতে উদ্যত এমন সময়ে চন্দনক সহসা বীরকের কেশ ধরিয়া ভূতলে ফেলিয়া পদাঘাত, পরে বীরক সক্রোধে উঠিয়) আমি রাজার হুকুম তামিল করতে যাচ্ছিলুম, আর তুই কি না আমার অপমান করলি ? এর জন্য যদি আদালতে আমি তোকে বিধিমতে নাকাল না করি তো আমি বীরক নই। : চনা –ওরে! তুই রাজবাড়ীতেই যা, আর আদালতেই যা, তোর মতন কুকুরে আমার কি করতে পারে ? বীরক –আচ্ছা, দ্যাখা যাবে। (প্রস্থান) চন্দ (—(চারি দিক অবলোকন করিয়া) যারে গাড়োয়ান যা । যদি কেউ জিজ্ঞাসা করে তো বলিস্–চন্দনক ও বীরক তোর গাড়ীর তদন্ত করে ছেড়ে দিয়েছে। আর, আর্য্য-বসন্তসেনাকে বলবি যেন তিনি আমার এই নিদর্শনটি গ্রহণ করেন। (খড়গ প্রদান) আর্য্যক —(খড়গ লইয়া সহৰ্ষে স্বগত) পাইলাম শস্ত্র আমি, দক্ষিণ বাহুও মোর করিছে স্পন্দন । সবই দেখি অনুকূল ভাগ্যবলে সুরক্ষিত আমি গো এখন ॥ চনা —আর দাখ, আরও তাকে এই কথা বলবি :-— স্মরণে রাখেন যেন, তিনি র্তার দাস চন্দনেরে । না কহি লোভের বশে —কহিতেছি অনুরাগ-ভরে।