পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অঙ্ক । ృNరి(t আর্য্যক — চন্দন চন্দ্রের সম সুশীলতাময় ভাগ্যে মম সখা হয়ে হলেন উদয় । তোমায় চন্দন ওগো ! করিব স্মরণ, সিদ্ধের আদেশ যদি হয় সংঘটন ॥ 5न | বধি’ শুম্ভ নিশুম্ভেরে দেবী যথা ভয় হতে ত্ৰিলোকেরে করিলেন ত্রাণ ব্ৰহ্মা, বিষ্ণু, মহাদেব, চন্দ্র, স্বৰ্য্য, বরুণ, করুন তোম। অভয় প্রদান ॥ দাস — গাড়ি হাকিয়া প্রস্থান ) চনা –( নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া) ঐ যে, আমার প্রিয় সখী শর্বিলক গাড়ির পিছনে পিছনে আসছেন। সে যাকৃ—আমি যে রাজার বিশ্বাসী প্রধান দণ্ডধারক বীরকের সঙ্গে বিরোধ করলেম, সে নিশ্চয়ই এখনি গিয়ে রাজার কাছে সমস্ত বলে’ দেবে—তা, আমিও তবে ভাই-পুত্র সঙ্গে নিয়ে এই ব্যাণা তার পিছনে পিছনে যাই । (প্রস্থান ) প্রবহণ-বিপর্যায় নামক ষষ্ঠ অঙ্ক ।