পাতা:মৃচ্ছকটিক.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N○○ মৃচ্ছকটিক । সপ্তম অঙ্ক । দৃশ্য —পুষ্প-করণ্ডক-উদ্যান। চারুদত্ত ও মৈত্ৰেয়ের প্রবেশ । বিদু।–ওহে দেখ দেখ! পুপ-করওক-উদ্যানের কি চমৎকার শোভা ! চারু —ই সখা, চমৎকার! বণিকের সম শোভে হেথা তরুগণ, পণ্য-সম মুসজ্জিত কুসুম-রতন, মধুকর ভ্রমে করি শুল্ক আহরণ। বিদু –ওহে দেখ, এই শিলাতলটি বেমেরামত হয়ে পড়ে আছে, তবু কেমন সুন্দর—এসো এইখানে বসা যাক্ । চারু —(উপবেশন করিয়া ) বৰ্দ্ধমানক আসূতে এত দেরি করচে কেন ? বিদু –বৰ্দ্ধমানককে আমি বলে দিয়েছি, বসন্তসেনাকে নিয়ে যেন শীঘ্র এখানে আসে । চারু —তবে কেন এত দেরি কর্চে ? : অন্ত কোন প্রবহণ, যায় কি গো শ্লথগতি আগে আগে তার ? তাই কি প্রতীক্ষা করে—সম্মুখে কখন হবে পথ পরিষ্কার ?