পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক | \ס র্তারই বিরচিত এই প্রকরণে — উজ্জয়িনী পুরী-মাঝে বাণিজ্যর ব্যবসায়ী চারুদত্ত যুবক নিধন র্যার গুণে অনুরক্তা গণিকা বসন্ত-সেনা—বসন্ত-শ্ৰী যে করে ধারণ ॥ উত্তম সুরতোৎসব, নীতির প্রচার, খলের স্বভাব-চিত্র, দুষ্ট-ব্যবহার, দুৰ্ব্বার অপ্রতিহত ভবিতব্য-গতি, সমস্ত বর্ণিল ইথে শূদ্রক-নৃপতি। ( পরিক্রমণপুৰ্ব্বক অবলোকন করিয়া ) একি ! আমাদের এই সঙ্গীতশালী যে শূন্য! আমাদের নটের ন৷ জানি কোথায় গেছেন—(চিন্তা করিয়া) ওঃ ! বুঝেচি। নাহি যার গৃহে পুত্র শূন্ত গৃহ সেই, চির-শূন্ত গৃহ, যার সৎ-মিত্র নেই, মুখের নিকটে শূন্ত দিক্ সমুদয়, দরিদ্র যে, তার কাছে সবই শূন্তময়। আমার সঙ্গীত তো হয়ে গেছে । অনেক ক্ষণ সঙ্গীত সেবা করে” গ্রীষ্মকালে প্রচণ্ড স্বৰ্য্য-কিরণে পদ্মবীজ যেমন শুকিয়ে যায়, ক্ষুধার জালায় আমার চোখের তার তেমনি শুকিয়ে খট, খট করচে। এখন তবে গৃহিণীকে ডেকে জিজ্ঞাসা করে দেখা যাক ঘরে প্রাতরাশ কিছু আছে কি না । প্রয়োজনের অনুরোধে, আর অভিনয়ের অনুরোধে এখন তবে প্রাকৃত ভাষায় বাক্যালাপ করা যাক। 2: কি কষ্ট ! অনেক ক্ষণ সঙ্গীত চর্চা করে শুক্নো পদ্মের ডাটার মত আমার সমস্ত অঙ্গ যেন শুকিয়ে গেছে। এখন তবে গৃহে গিয়ে জানি, গৃহিণী আগে থাকতে কিছু যোগাড়