পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৮ মৃচ্ছকটিক । এ হেন দশায় মোর শরীর পতিত মহাত্মার গুণে হবে নিশ্চয় রক্ষিত ॥ দাস —এই তো সেই বাগান –(নিকটে দেখিয়া ) মৈত্রেয় মশার ! বিদু।–একটা স্ব-খবর দি—বৰ্দ্ধমানকের কথা শুনতে পাচ্চি, বোধ হয় বসস্তসেনা এসেছেন । চারু —আ ! কি সুখের সংবাদ ! বিদু।–আরে ব্যাটা! এত দেরি কর্লি কেন ? দাস —মৈত্রেয় মশায়—রাগ করবেন না—গাড়ির বিছানা আনতে ভুলে গিয়েছিলেম—তাই যাওয়া আসা করতে দেরি হয়ে গেল। চারু –বৰ্দ্ধমানক ! গাড়ি থামাও । দেখ সখা মৈত্রেয়, বসন্তসেনাকে নাবিয়ে আনো । বিদু –শিক্লি দিয়ে পা বাধা আছে নাকি যে আমার গিয়ে নাবিয়ে আনতে হবে ? ( উঠিয়া গাড়ির দ্বার খুলিয়া) ও গো, একি! এতে বসন্তসেনা নয়—এ যে বসন্তসেন ! চারু —এখন ভাই পরিহাস রেখে দেও—ভালবাসার কাছে বিলম্ব সহ্য হয় না । আচ্ছা আমি তবে নিজে গিয়েই নাবাচি । (গাত্রোথান) আর্য্যক —( দেখিয়া ) এই যে ! এরই বুঝি এই গাড়ি। শুনেছিলেম ইনি অতি সুপুরুষ—দেখেও তাই মনে হচ্চে। যাক্ ! এইবার আমি রক্ষা পেলেম । চারু —( গাড়িতে উঠিয়া দর্শন ) একি ! এ কে তবে ? করি-কর সম বাহু, সমুন্নত স্থল স্কন্ধ সিংহের মতন, সুবিশাল বক্ষদেশ, রক্তিম চঞ্চল কিবা আয়ত লোচন,