পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । S8 Y. (বাম চক্ষু স্পন্দন) ভাই মৈত্রেয়, বসন্তসেনাকে দেখবার জন্ত আমি অত্যন্ত উৎসুক হয়েছি। দেখ :– না হেরে প্রিয়ারে আজি বাম চক্ষু করিছে স্ফূরণ, অকারণ ত্রাসে যেন ব্যথিত হতেছে প্রাণ-মন ৷ তবে এসে যাওয়া যাক । (পরিক্রমণ) এইদিকে আবার একজন অশুভদৰ্শন বৌদ্ধ সন্ন্যাসী আসূচে—আসুক-চল আমরা অন্ত পথ দিয়ে যাই । (প্রস্থান) আর্যাক-অপহরণ নামক সপ্তম অঙ্ক । ہے عے سے --س- - - অষ্টম অঙ্ক । দৃশ্য —রাজপথ । আৰ্দ্ৰ বস্ত্ৰ-খণ্ড হস্তে বৌদ্ধ ভিক্ষুর প্রবেশ । অজ্ঞ জন কর সবে ধরম সঞ্চিত, নিজের উদর নিত্য কর সংকুচিত । বাজারে ধ্যানের ঢাক্‌, সতর্ক হইয়া সদা কর জাগরণ । বিষম ইন্দ্রিয় চোর হরণ করয়ে চির-সঞ্চিত ধরম ॥