পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8२ মৃচ্ছকটিক । সংসার অনিত্য দেখি” লইয়াছি ধৰ্ম্মের শরণ, —ইন্দ্রিয়ের পঞ্চজনে যে করে গো জ্ঞানান্ত্রে নিধন । অবিদ্যা-নারীরে বধি’ রক্ষণ যে করে আত্ম-গ্রামে, —পাপ-চণ্ডালেরে নাশে, নিশ্চয় সে যায় স্বৰ্গ-ধামে ৷ মস্তক মুণ্ডিত কর অথবা মুণ্ডিত কর বদন-মণ্ডল, চিত্তের মুণ্ডন-বিনা ও সব-মুণ্ডনে বল আছে কি বা ফল ? মুণ্ডিত যে করে চিত্ত মস্তক মুণ্ডিত জানি তাহারি কেবল ৷ এই কাপড়টা গেরুয়া রঙ্গে।ছোপানো গেছে—এখন শুলিকের বাগানে গিয়ে পুষ্করিণীর জলে এটা ধুয়ে শীঘ্ৰ পালানো যাক। (পরিক্রমণ করিয়া তথা করণ) --= দৃশ্য —পুষ্পকরণ্ডক উদ্যান। নেপথ্যে —দাড়ারে দুষ্ট শ্রমণক দাড়া । ভিক্ষু —(দেখিয়া সভয়ে) কি আশ্চৰ্য্য ! এই যে, রাজার শালা ংস্থানক এসেছে দেখচি। কে একজন ভিক্ষু অপরাধ করেছে —আর তার দন্ত এখন যেখানে সেখানে ভিক্ষুক দেখতে পাচ্চে