পাতা:মৃচ্ছকটিক.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X88 মৃচ্ছকটিক । শকার –পণ্ডিত ! আচ্ছা ও ব্যাটা কেন এখানে এল ? ভিক্ষু —কাপড় ধুতে এসেছে । শকার – ওরে দুষ্ট ব্যাটা শ্রমণক ! আমার ভগিনীপতি সকল বাগানের সেবা এই ‘পুষ্পকরওক” বাগান আমাকে দিয়েছেন, সমস্ত কুকুর শেয়ালেরা এরই জল পান করে ; আমি যে এত বড়লোক—আমিও যে পুকরনীতে স্নান করি নে—তুই কিনা সেই পুষ্করিণীতে, পুরাণোকলাইয়ের-ঝোলে-দাগী নানা-রং-ধরা পচা দ্য কৃড়া কাচ তে এসেছিস ?— রোস্ এরই এক ঘায়ে তোর কৰ্ম্ম নিকেশ করূচি। বিট –ওগে৷ শকার, আমার মনে হয় এ লোকটার সন্ন্যাস-গ্রহণ বেশি দিনের নয় । শকার –কিসে তুম জানলে পণ্ডিত ? বিট —এ আর জানতে কি-দেখনা কেন – অচির-মুণ্ডিত মাথা, তাই তো এখনো আর্য্যের ললাট-চ্ছবি গউর-বরণ। ভিক্ষ-ঝুলি অল্প দিন আছে স্কন্ধ পরে, এখনো যাইনি তাই কঁাধে দাগ ধোরে । ছোপানো বসন পরা হয়নি অভ্যাস, অত্যন্ত ঢাকিয়া গাত্র পরে তাই বাস । দীর্ঘ-বস্ত্র বলি’ কাধে নাহি রহে ঠিক, শিথিল হইয়া পড়ে এদিক ওদিক ॥ ভিক্ষু —উপাসক ! তাই বটে—অামি সম্প্রতি সংসার ত্যাগ করেছি। শকার –তা, তুই জন্মাব। মাত্র সংসার ত্যাগ করতে পারলিনে ? (প্রহার)