পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ8Ես মৃচ্ছকটিক । বৃক্ষের শাখায় লীন যত বিহঙ্গম । নরগণ নাহি ছাড়ে নিজের আবাস, কাটাক্টছে কাল, ছাড়ি’ তপত নিশ্বাস। পণ্ডিত ! সে দাসটা এখনো এল না। সময় কাটাবার জন্য একটা গান তবে গাওয়া যাক ( ( গান করণ ) পণ্ডিত, শুনলে, কি গাইলেম ? বিট।-কি বলা, তুমি সাক্ষাৎ একটি গন্ধৰ্ব ! শকার –গন্ধৰ্ব হব না তো কি ? সেবিয়াছি গন্ধযুক্ত হিঙ্গু সহ জিরা মুখা বচ-গ্রন্থি, শুঠ দিয়া গুড় ; পণ্ডিত পণ্ডিত ওগো ! কেন না হইবে মোর কণ্ঠস্বর দিব্য সুমধুর ? পণ্ডিতু! আবার গাই শোনো। পণ্ডিত, এবার শুনলে যা গাইলেম ? বিট —পূৰ্ব্বেই তো বলেচি–তুমি গন্ধৰ্ব-বিশেষ । শকার -গন্ধৰ্ব হব না কেন ? - মরীচের গুড়া দিয়া হিঙ্গের সহিত তৈল আর স্কৃত তাহে করিয়া মিশ্রিত কোকিলের মাংস আমি করেছি আহার —কেন না হইবে স্বর মধুর আমার ? পণ্ডিত —দাসটা এখনও এলো না । বিট —তুমি স্থির হও, এখনি আসবে। প্রবহণে আরূঢ় হইয়া বসন্তসেনা ও দাসের প্রবেশ । দাস —ওঃ ! মধ্যাহ্ন বেলা ! আমার বড় ভয় হচ্চে পাছে রাজার