পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অঙ্ক । $8న শাল সংস্থানক রাগ করে। তা, যত শীঘ্ৰ পারি ইাকিয়ে যাই । চলরে গরু চল । বসন্তসেনা –কি সৰ্ব্বনাশ ! এতো বৰ্দ্ধমানকের কণ্ঠস্বর নয় । এ কার স্বর ? চারুদত্ত-মহাশয় কি হাকাবার পরিশ্রম বঁাচাবার জন্য অন্য গাড়োয়ান ও অন্য গাড়ি পাঠিয়েছেন ? আমার ডান চোক্ট নাচ চে, বুকটা কাপচে, চার দিক যেন শূন্ত দেখচি, সকলি যেন ওলট, পালট, মনে হচে । শকার –(চাকার শব্দ শুনিয়া) পণ্ডিত ! পণ্ডিত ! গাড়ি এসেছে । বিট —কি করে জানলে ? শকার –দেখ চ ন পণ্ডিত, বুড়ো শুয়োরের মত ঘর্ঘর শব্দ কচ্চে ? শকার।—দাস স্থাবরক ! বাপু বাছা ! এসেছিস্ কি ? দাস —আজ্ঞে ই । শকার ।—গাড়িও এসেছে ? দাস —আজ্ঞে হা । শকার -—গরুরা কি এসেছে ? দাস —আজ্ঞে হঁ । শকার –তুইও কি এসেছিস্ ? দাস —(হাসিয়া) আজ্ঞে প্রভু আমিও এসেছি। শকার –আচ্ছ। তবে ভিতরে গাড়ি নিয়ে আয় । দাস।—কোন পথ দিয়ে আনা ? শকার –ওই ভাঙ্গা প্রাচীরটার উপর দিয়ে। দাস।—প্রভু, তা হলে বলদ দুটো মন্ত্রবে, গাড়িটা ভাঙ্গবে, এ দাসও মারা যাবে | - শকার –ওরে দ্যাখ, আমি রাজার শালা । বলদ মোলে অন্ত