পাতা:মৃচ্ছকটিক.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'(te মৃচ্ছকটিক । বলদ কিম্ব, গাড়ি ভাঙ্গলে অন্ত গাড়ি করিয়ে নেব, তুই মোলে আবার অন্ত গাড়োয়ানও মিলবে । দাস —সকলই হতে পারবে—কিন্তু প্রাণটা হারালে আমি তো আর ফিরে পাব না প্ৰভু । শকার –সব নষ্ট হোকৃ, তুই গাড়ি প্রাচীরের উপর দিয়ে নিয়ে আয় । দাস —আচ্ছ তবে ভাঙ্গুক গাড়ি—ভাঙ্গুক আরোহীর ঘাড়। আবার অন্ত গাড়ি তৈরি হোকৃ—প্রভুকে গিয়ে বলি । ( প্রবেশ করিয়া ) কি আশ্চৰ্য্য ! ভাঙ্গলো না। প্রভু, গাড়িটা এনেছি। শকার –গরুগুল ছেড়েনি তো ? রাশ-গাছা মরেনি তো ?—তুষ্টও তো মরিসূ নি ? দাস —আজ্ঞে না | শকার –পণ্ডিত ! এসো, গাড়িটা দেখা যাক। তুমি আমার গুরু, পরম গুরু, আদরণীয় মাননীয়—তুমিই আগে গাড়িতে ওঠ । বিট —আচ্ছা, আমিই উঠচি । - (আরোহণে উদ্যত) শকার –না না, তুমি থাকে । তোমার কি বাপের গাড়ি যে তুমি আগে উঠবে ? আমার গাড়ি, আমিষ্ট আগে উঠ ব । বিট —তুমিই তো আমাকে উঠতে বলে। শকার।—যদিও আমি বলেছিলেম তবু তোমার ভদ্রত করে বলা উচিত ছিল—“তোমার গাড়ি, তুমিই আগে ওঠে।” বিট —তুমিই তবে ওঠে । শকার –ই, আমি উঠ চি ৷ বাপু স্থাবরক দাস ! গাড়ি ফেরা । দাস —(গাড়ি ফেরাইয়া) উঠুন প্রভু।